২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ইবির ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগে মুট কোর্ট অনুষ্ঠিত

ওবায়দুল্লাহ আল মাহবুব, ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের মুট কোর্ট ও মক ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) বিভাগটির ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনে এ মুট কোর্ট অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক মেহেদী হাসানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা কোর্টের চীফ জুডিশিয়াল ম্যজিস্ট্রেট মাসুদ আলী, বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝিনাইদহ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ ও সিনিয়র অ্যাডভোকেট আবু তালেব। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক সাহিদা আখতার ও বিভাগের অন্যান্য শিক্ষার্থীরা।

প্রধান অতিথির বক্তব্যে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ আলী বলেন, এই বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আইন অঙ্গণে ভালো করেছে। যেহেতু দেশে বিদেশে ভালো ভালো পদে আসীন আছেন। এখন আর মাদ্রাসা বলার সুযোগ নাই। মাদ্রাসা বলে ট্যাগিং করাটা যে মিথ্যা তা এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই প্রমাণ করে দিবে। আইন একটা রসকষহীন সাবজেক্ট। আমাদের একটু সমস্যা হয় যে আমরা বিশ্ববিদ্যালয়ে থিওরি পড়াশোনা করি। কিন্তু আমাদের প্রাকটিক্যাল অভিজ্ঞতা থাকে না। তাই এ মুট কোর্টের মাধ্যমে একটা অভিজ্ঞতা তৈরি হয়। আইন পড়ে তোমরা কেউ ভুল করোনি। আইন পেশা মানুষকে সেবা করার একটি অনন্য মাধ্যম। একটু পরিশ্রম করে লেগে থাকলে এই পেশায় সফল হওয়া যায়। তোমরা যারা সিনিয়র আছো তারা জুনিয়রদের শেখাবে। যোগ্য হতে হলে পরিশ্রম করতে হবে। কিন্তু এর সংক্ষিপ্ত কোনো রাস্তা নেই।

সহকারী অধ্যাপক সাহিদা আখতার বলেন, আপনারা সবাই বিচারক হওয়ার স্বপ্ন নিয়ে আইন বিভাগে ভর্তি হয়েছেন। সেই স্বপ্ন বাস্তবায়নের পথ অনেক কঠিন হলেও অসম্ভব নয়। আমাদের গর্বের বিষয় হলো, এই বিভাগ থেকে ইতোমধ্যেই দুইজন শিক্ষার্থী বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন। তারা আমাদের বিভাগের জন্য একটি অনন্য অর্জন এবং আপনাদের জন্য প্রেরণার উৎস। তাদের সাফল্য প্রমাণ করে, ইচ্ছা ও পরিশ্রম থাকলে আপনাদেরও সেই স্বপ্ন পূরণ করা সম্ভব।

সভাপতির বক্তব্যে মেহেদী হাসান বলেন, আজকের এই আয়োজনের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এর মাধ্যমে শিক্ষার্থীরা প্রায়োগিক জ্ঞান অর্জন করতে পারেবে। বাস্তব জীবনে প্রায়োগিক জ্ঞানই সবচেয়ে বেশি কার্যকরী। আমাদের বিভাগের শুরুতে বিভিন্ন সীমাবদ্ধতা ছিলো। এখন সেইসব সীমাবদ্ধতা আমরা মোটামুটি কাটিয়ে উঠেছি। আমাদের শিক্ষার্থীরা এখনই বাংলাদেশের বিভিন্ন কোর্টে কর্মরত রয়েছে। অনেক শিক্ষার্থী সহকারী জজ হিসেবে উত্তীর্ণ হয়েছে। আমাদের বিভাগের সকলের সহযোগিতার মাধ্যমে বিভাগ এগিয়ে যাবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

বেড়েই চলেছে সাইবার হামলা, সতর্কতায় নজরুল বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের আয়োজন

তনিয়া আক্তার, জাককানইবি প্রতিনিধি দেশে ও বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের

বাকৃবিতে বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে রঙিন আয়োজনে দিবসটি উদযাপিত হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১০টা ৩০ মিনিটে ভেটেরিনারি

রাজশাহী কলেজ রোভার স্কাউট গ্রুপের তাঁবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি রাজশাহী কলেজ রোভার স্কাউটের বার্ষিক তাবুবাস ও দীক্ষা ক্যাম্প সম্পন্ন হয়েছে। তিন দিনব্যাপী ক্যাম্পে ১৯ জন রোভার ও ১২

কৃষ্ণচূড়ার আগুনরাঙা হাসি, সোনাইলের শান্ত সৌন্দর্য বেরোবিতে

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: রংপুরের বুকে স্থাপিত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় যেন এপ্রিলে রূপ নিয়েছে এক রঙিন ক্যানভাসে। ক্যাম্পাসজুড়ে ফুটে উঠেছে কৃষ্ণচূড়া ও লাল সোনাইলের মনোহর

Scroll to Top