মোঃ নাঈম ইসলাম, গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
গুরুদাসপুরে এক ঝাঁক তরুণ সাংবাদিক নিয়ে আনুষ্ঠানিকভাবে ‘‘গুরুদাসপুর কেন্দ্রীয় প্রেসক্লাব’’ এর আত্মপ্রকাশ করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের একটি কক্ষে ১৪ জন সদস্য নিয়ে ওই প্রেসক্লাবের নাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ১৪ সদস্যের কন্ঠ ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন ‘দৈনিক ইত্তেফাক’ এর রাশিদুল ইসলাম ও সাধারন সম্পাদক নির্বাচিত হন ‘মোহনা টেলিভিশন’ এর জেলা প্রতিনিধি ও ‘কালবেলা’ এর উপজেলা প্রতিনিধি মিজানুর রহমান।
এছাড়া অন্যদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে ‘নাটোর কন্ঠ’ পত্রিকার সম্পাদক মো.আনিসুর রহমান, সহ-সভাপতি ‘দৈনিক নাটোর কন্ঠ’ পত্রিকার নির্বাহী সম্পাদক শরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম-সাধারন সম্পাদক ‘আমার সংবাদ’ এর আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ‘দ্যা ডেইলি পোস্ট’ এর জুয়েল এইচ টিপু, কোষাধ্যক্ষ ‘সকালের সময়’ এর আতিকুর রহমান, দপ্তর সম্পাদক ‘মুক্ত প্রভাত’ এর কাওছার আহম্মেদ, তথ্য ও গবেষণা সম্পাদক ‘চেতনায় বাংলাদেশ’ এর এসএম পারভেজ তালুকদার, প্রচার ও প্রকাশনা পদে ‘সংবাদ সারাবেলা’ এর উপজেলা প্রতিনিধি সোহাগ আরেফিনসহ ১৪ সদস্যের নাম ঘোষণা করা হয়।