তনিয়া আক্তার, জাককানইবি প্রতিনিধি
দেশে ও বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা দিন দিন বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, ব্যক্তিগত তথ্য চুরি, আর্থিক প্রতারণা এবং সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ ডেটা হ্যাকিংয়ের ঝুঁকি ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে।
দেশের বড় বড় বাণিজ্যিক ব্যাংক সাইবার আক্রমণের শিকার হয়, যেখানে গ্রাহকদের লাখ লাখ টাকার তথ্য হাতিয়ে নেয়া হয়। এছাড়াও, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল এবং অনলাইন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকেও টার্গেট করা হয়।
সাইবার আক্রমণ সম্পর্কে সতর্ক করতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় সাইবার সিকিউরিটি ওয়ার্কশপ।
আজ শনিবার (২৬ এপ্রিল) জাককানইবি সাইবার সিকিউরিটি ক্লাবের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হচ্ছে ‘‘JKKNIU CyberCon 2025: Offense Meets Defense’।
“একটি পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি সম্মেলন, যেখানে অফেন্স এবং ডিফেন্স মিলেমিশে তৈরি হয়েছে জ্ঞান ও দক্ষতার এক অনন্য পরিবেশ।”
সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী।
এ আয়োজনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রায়হান কনক (jr Infrastructure Security Engineer @meghna cloud, co-founder @cynomatrix)।তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের ধারনা দেন ডিফেন্সিভ, অফেন্সিভ এবং ক্যারিয়ার সম্পর্কে। তিনি আরো বলেন,”প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে সাইবার নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। শুধু প্রযুক্তি ব্যবহার করলেই হবে না, নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।”
বিশেষজ্ঞরা বলছেন,নিরাপদে থাকতে হলে ব্যক্তিগত পাসওয়ার্ড পরিবর্তন করা, সন্দেহজনক লিংক এড়িয়ে চলা এবং শক্তিশালী অ্যান্টিভাইরাস ব্যবহার করা এখন অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সাইবার সচেতনতা বাড়ানোর পরামর্শ দেয়া হয়েছে।