মোহাম্মদ নয়ন, ভোলা প্রতিনিধিঃ
ভোলায় ‘আমার চোখ আমার আলোর অগ্রগতি, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা’ বিষয়ক অংশীজন সভা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সকালে চরফ্যাশন উপজেলার শশীভূষণ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এ সভা হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান।
দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পরিচালক আহমেদুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসার ডা. আবু জাফর, এনজিও ব্যুরো বিষয়ক পরিচালক মো. আনোয়ার হোসেন, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক প্রফেসার ডা. খায়ের আহমেদ ও আমার চোখ আমার আলো প্রকল্পের পরিচালক মো. সাইদুর রহমান।
এসময় বক্তারা বলেন, চরফ্যাশন উপজেলার প্রত্যন্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষের চোখের ছানির অপারেশনসহ চোখের বিভিন্ন সমস্যার অপারেশন বিনামূল্যে করছে ‘আমার চোখ আমার আলো প্রকল্প’। বর্তমানে শশীভূষণের মা ও শিশু কল্যাণ কেন্দ্রে দৈনিক ৬৫-১০০ জন চোখের সমস্যা নিয়ে সেবা নিতে আসেন। আর ‘আমার চোখ আমার আলো’ প্রকল্পের মাধ্যমে রোগীদের বিনামূল্যে ছানি অপারেশনসহ বিভিন্ন চিকিৎসা দেওয়া হচ্ছে।
বক্তারা আরও বলেন, যেসব রোগীর চোখের সমস্যা বেশি, তাদের বরিশাল, ঢাকা এবং বিদেশেও পাঠানো হয় এই প্রকল্পের মাধ্যমে।