আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি:
“আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে।
শনিবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি আনন্দ মিছিল বের হয়ে প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে সৈয়দ নজরুল ইসলাম মিলনায়তনে শেষ হয়। এরপর ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল অ্যাসিউর্যান্স সেল (আইকিউএসি) এর আয়োজনে ওই মিলনায়তনে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মাছুমা হাবিব।
বিশেষ অতিথি ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ুন কবির। আরও উপস্থিত ছিলেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদ রেজা, অধ্যাপক ড. মুরাদ আহমেদ ফারুখসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মাছুমা হাবিব বলেন, “বর্তমান বিশ্বে টেকসই উন্নয়নের জন্য গবেষণা ও উদ্ভাবন অপরিহার্য, আর মেধাস্বত্ব সে উদ্ভাবনকে সুরক্ষা দেয়। কৃষি খাতেও মেধাস্বত্ব সঠিকভাবে প্রয়োগের মাধ্যমে আমাদের উৎপাদনশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।”
তিনি আরও বলেন, বাংলাদেশে এবারই প্রথম সকল পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে একযোগে এই দিবসটি পালিত হচ্ছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যে পরিমাণ গবেষণা হচ্ছে এবং যে পরিমাণ প্যাটেন্টেবল প্রোডাক্ট আছে তা আইপি এর জন্যে আতুর ঘর বলা যায় কিন্তু বাস্তবতা হলো যে অধিকাংশ গবেষকগণই নানা ধরণের আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের প্রোডাক্টের প্যাটেন্ট করার ক্ষেত্রে নিরুৎসাহিত হয়ে থাকেন। ইউজিসির মাধ্যমে ভবিষ্যতে যারা প্যাটেন্ট করাতে আগ্রহী, তাদের কাজগুলো সহজতর করার লক্ষ্যে একটা ল-ইয়ার প্যানেল তৈরীর মাধ্যমে অগ্রসর হওয়ার আশাবাদ ব্যক্ত করছি।