২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

জৈন্তার ফতেপুরে খেলাফত মজলিসের শুরা অধিবেশন

আখলাক হুসাইন, সিলেট প্রতিনিধি:

সভাপতি: মিসবাহ উদ্দিন, সেক্রেটারি: মতিউর রহমান। সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেহপুর ইউনিয়ন খেলাফত মজলিসের দ্বি-বার্ষিক শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫এপ্রিল) সন্ধ্যা ৬টায় ৫নং ফতেপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উক্ত শুরা অধিবেশন অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে শূরা কার্যক্রম পরিচালনা করেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান। শূরা সদস্যদের প্রত্যক্ষভোটে ২০২৫-২৬ সেশনের জন্য সভাপতি হিসেবে নির্বাচিত হন মাওলানা মিসবাহ উদ্দিন ও সেক্রেটারি হিসেবে নির্বাচিত হন মাস্টার মতিউর রহমান।
এছাড়া শুরা সদস্যদের পরামর্শক্রমে নিম্নোক্ত দায়িত্বশীলদের নিয়ে ইউনিয়ন শাখার নির্বাহী কমিটি পূণর্গঠন করা হয়।
নির্বাহী পরিষদের অন্যান্য দায়িত্বশীলরা হলেন; সহ সভাপতি মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা মুশাহিদ আলী, মাওলানা তায়্যিবুর রহমান ও মাওলানা মু্‌ইন উদ্দিন, সহ সাধারণ সম্পাদক হাফিজ শামিম আহমদ, হাফিজ আব্দুল জব্বার ও মাওলানা জামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা তালহা আহমদ,

সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা সেলিম আহমদ, বায়তুল মাল সম্পাদক মোঃ আব্দুল্লাহ সুমন, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা মাসুম আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ কিবরিয়া, অফিস সম্পাদক মাস্টার মানিক মিয়া, যুব বিষয়ক সম্পাদক মোঃ মুস্তাক আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আমির উদ্দিন, সহ-কারী প্রশিক্ষন সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, প্রচার সম্পাদক মাওলানা শামীম আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক
মোঃ বদরুল ইসলাম, সহ কৃষি বিষয়ক সম্পাদক মোঃ জসিম উদ্দিন, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ সদরুল ইসলাম, নির্বাহী সদস্য হাফিজ ইয়াহইয়া, মোঃ ফখরুল ইসলাম, হাফিজ কুতবুর রহমান, আলাউর রহমান ও নূর উদ্দিন মিকার।

নবনির্বাচিত সভাপতি মাওলানা মিসবাহ উদ্দিনের সভাপতিত্বে ও নবমনোনীত সাধারণ সম্পাদক মাস্টার মতিউর রহমানের সঞ্চালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে হেদায়তি বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার কৃষি ও ছাত্র বিষয়ক সম্পাদক মুহাম্মদ মুজিবুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুব মজলিসের সদস্য সচিব মাওলানা বিলাল আহমদসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ, সহযোগী সংগঠনের সভাপতি ও সেক্রেটারিবৃন্দ এবং মাওলানা সাদ আল হামিদ ও আবুল হাসনাত প্রমুখ।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ইসলামবিরোধী নারী নীতিমালা ও কমিশন ছুড়ে ফেলতে হবে – পীরসাহেব চরমোনাই

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি রেজাউল করিম পীরসাহেব চরমোনাই বলেছেন, ইসলামবিরোধী নারী নীতিমালা ও নারী কমিশন ছুড়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে।

গণহত্যাকারী দল আওয়ামী লীগের জন্য বৃথা মায়াকান্না করে লাভ নেই,আগামী ৪০ বছরেও তারা আর রাজনীতিতে ফিরে আসতে পারবে না- ইকবাল হাসান মাহমুদ টুকু

জাহিদুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি: বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আওয়ামী লীগ হচ্ছে লুটেরা দুর্নীতিবাজ,অসভ্যদের দল,ছাত্র জনতার গণআন্দোলন

মাছপাড়া ইউনিয়নে বিএনপির উদ্যোগে নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে দ্রত বিচারের দাবীতে মানববন্ধন

মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ আজ শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, বিকাল ৫টায় রাজবাড়ী জেলার পাংশা থানার মাছপাড়া রেল স্টেশন বাজারে মাছপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে

বেলপুকুরিয়ায় বিএনপি নেতা ইসফা খাইরুল হক শিমুলের জনসংযোগ

মোঃ সিহাবুল আলম সম্রাট, রাজশাহী প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতা ইসফা খাইরুল হক শিমুল মনোনয়ন

Scroll to Top