মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার সমশপুর ইউনিয়নে কলেজ পড়ুয়া এক ছাত্রীকে শ্লীলতাহানি ও মারধরের ঘটনায়, ২৫ এপ্রিল শুক্রবার এক যুবককে আটক করেছে খোকসা থানা পুলিশ।
ভুক্তভোগী কলেজছাত্রী ও তার পরিবারের অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত যুবক দীর্ঘদিন ধরে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গত ২২ এপ্রিল দুপুর আনুমানিক ২টায় কলেজের সামনে রাস্তায় একাকী অবস্থায় পেয়ে সে ছাত্রীটির উপর শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ছাত্রীটি বাধা দিলে অভিযুক্ত যুবক তাকে মারধর করে এবং ভয়ভীতি দেখানোর চেষ্টা করে।
ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করে। খোকসা থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত যুবককে আটক করে। এ বিষয়ে খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, আটককৃত যুবকের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।
এ ঘটনায় খোকসা থানায় মামলা নং-১৫ দায়ের হয়েছে। বর্তমানে এই ঘটনা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগী পরিবার দ্রুত বিচার দাবি করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে।
এ বিষয়ে খোকসা থানা পুলিশ জানিয়েছে, তদন্তের ভিত্তিতে দ্রুত সময়ের মধ্যে আদালতে চার্জশিট প্রদান করা হবে।