২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৮শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বেরোবিতে রাশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) বিকেলে একাডেমিক ভবন-২ এর ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় তিনি বলেন, বেরোবির শিক্ষার্থীদের একাডেমিক পড়ালেখার বাইরে নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ল্যাংগুয়েজ শেখার ব্যবস্থা করা হচ্ছে। তিনি বলেন, রাশিয়ান ভাষা শেখার ব্যবস্থা করা সম্ভব হলে শিক্ষার্থী ও গবেষকদের জন্য রাশিয়ায় উচ্চশিক্ষা অর্জন সহজ হবে। রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বেরোবির শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও গবেষণায় সুযোগ সৃষ্টির আহবান জানান তিনি। উপাচার্য আরও বলেন, রাশিয়া ও বাংলাদেশ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভাষা ও সংস্কৃতির বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

বেরোবি স্কলারশিপ সাপোর্ট অফিস আয়োজিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্র্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক ও রেজিস্ট্রার ড. মোঃ হারুন-অর রশিদ। সম্মানীয় অতিথি হিসেবে ঢাকাস্থ রাশিয়ান দূতাবাসের কাউন্সিলর পাভেল ডেভয়চেনকভ ও স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ড. মোঃ জিয়াউল হাসান উপস্থিত ছিলেন। উক্ত সেমিনারে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পটুয়াখালী ভার্সিটিতে, বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত

জাকির হোসেন হাওলাদার, পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত হয়েছে।

সাইকেল চুরি বন্ধে জবি প্রশাসনের পদক্ষেপ, টোকেন সিস্টেম চালু

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে ক্যাম্পাসে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা প্রহরী বৃদ্ধি এবং টোকেন সিস্টেমের মাধ্যমে নির্ধারিত স্থানে শিক্ষার্থীদের

রাজশাহী কলেজে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যাংকিং ক্যারিয়ার নিয়ে সেমিনার

মো. আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজের শিক্ষার্থীদের জন্য ব্যাংকিং ক্যারিয়ার গড়ার লক্ষ্যে “Empowering Youth: Engaging & Inspiring Youth in Banking” শীর্ষক বিশেষ সেমিনারের

বাকৃবিতে প্রথমবার পালিত হলো বিশ্ব মেধা সম্পদ দিবস

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: “আইপি অ্যান্ড মিউজিক: ফিল দ্য বিট অব আইপি” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত হয়েছে। শনিবার

Scroll to Top