আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি রেজাউল করিম পীরসাহেব চরমোনাই বলেছেন, ইসলামবিরোধী নারী নীতিমালা ও নারী কমিশন ছুড়ে ডাস্টবিনে ফেলে দিতে হবে। এগুলো ইসলামের মূলনীতি ও পারিবারিক কাঠামো ধ্বংসের ষড়যন্ত্র।
২৬ এপ্রিল শনিবার চট্টগ্রামের হাটহাজারী ত্রিবেণী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ‘জুলাই বিপ্লব পরবর্তী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সংস্কারের প্রয়োজনীয়তা’ শীর্ষক ওলামা-সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সম্মেলনের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, চট্টগ্রাম উত্তর জেলা শাখা।
পীরসাহেব বলেন, আওয়ামী লীগ চুরি-ডাকাতি, খুন-গুম, দুঃশাসন এবং অপরাজনীতির মাধ্যমে দেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। তাদের বিচার অনিবার্য। অনবর্তিকালীন সরকারের অধীনে এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “দেশে শোষণহীন, ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য অপরাধীদের দায়মুক্তি নয়, জবাবদিহিতা নিশ্চিত করতেই হবে।”
বর্তমান প্রেক্ষাপটে ‘সংস্কারবিহীন নির্বাচন’ জনগণ কোনোভাবেই মেনে নেবে না উল্লেখ করে তিনি বলেন, “যারা সংস্কার ছাড়া নির্বাচন করার জিকির তুলছে, তারা মূলত আরেকটি পাতানো নির্বাচনের ফাঁদ পাতছে। জনগণকে ধোঁকা দিয়ে ক্ষমতায় যাওয়ার সেই পুরনো কৌশল আর চলবে না।” তিনি বলেন, “প্রকৃত সংস্কার ছাড়া কোনো নির্বাচনে ইসলামী আন্দোলন যাবে না, জনগণও মানবে না।”
পীরসাহেব চরমোনাই বলেন, “ইসলামী আদর্শভিত্তিক দলগুলোর মধ্যে একটি কার্যকরী ঐক্য গড়ে তুলতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই ঐক্যের পক্ষে, এবং প্রয়োজন হলে আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর ঐক্যবদ্ধ অংশগ্রহণের রূপরেখা তৈরি করা হবে।”
জেলা সভাপতি মাওলানা খালেদ সুলতানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র মুহাদ্দিস মুফতি হুমায়ুন কবির, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সভাপতি মাওলানা নুরুল হুদা ফয়জী, কেন্দ্রীয় সেক্রেটারি মুফতি রেজাউল করিম আবরার, ফতেহপুর মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান ফতেহপুরী, মাওলানা নাসির উদ্দীন মুনির, মাস্টার আহসান উল্লাহ, মুফতি মাহমুদ বিন মাদানি, মোহাম্মদ শোয়েব, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রফিক, মাওলানা আতিকুল্লাহ বাবুনগরী, মাওলানা মতিউল্লাহ নূরী, মোহাম্মদ ফোরকান সিকদার, মাওলানা হাবিবুল্লাহ দিদু, মাওলানা মামুনুর রশীদ, মাওলানা ইসহাক প্রমুখ।
ওলামা ও সুধী সম্মেলনে উত্তর চট্টগ্রামের রাজনৈতিক ও ধর্মীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি প্রভাষক মাওলানা এমদাদ উল্লাহ চৌধুরী।
এছাড়াও তিনি আজকে বাংলাদেশ মুজাহিদ কমিটি চট্টগ্রাম উত্তর জেলা আয়োজিত হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের মাঠের হালকায়ে জিকির ও ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।