মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্বধইর পশ্চিম ইউনিয়নের নবীয়াবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন — নবীয়াবাদ গ্রামের প্রবাসী আব্দুল মতিনের স্ত্রী রাবেয়া বেগম (২৬) ও তাদের তিন বছরের একমাত্র ছেলে আব্দুল্লাহ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে পারিবারিকভাবে আব্দুল মতিনের সঙ্গে রাবেয়া বেগমের বিয়ে হয়। আব্দুল মতিন বর্তমানে প্রবাসে অবস্থান করছেন এবং এক বছর আগে সর্বশেষ ছুটিতে বাড়ি এসেছিলেন। দাম্পত্য জীবনে তাদের একমাত্র সন্তান আব্দুল্লাহ জন্ম নেয়।
শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় বসতঘরের পাশে একটি ছোট্ট ঘরের কাঠের তীরে একই রশিতে ঝুলে মা-ছেলে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। শনিবার সকালে ফজরের নামাজের সময় রাবেয়া বেগমের শ্বশুর আলী আকবর ঘুম থেকে উঠে ওই দৃশ্য দেখতে পান এবং পরে পুলিশে খবর দেন।
খবর পেয়ে বাঙ্গরা বাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি উদ্ধার করে। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক কলহের কোনো দৃশ্যমান লক্ষণ পাওয়া যায়নি। তবে কি কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা স্পষ্ট নয়। স্থানীয়দের মতে, প্রকৃত কারণ জানার জন্য নিহত রাবেয়ার স্বামীর বক্তব্য গুরুত্বপূর্ণ হতে পারে, যিনি বর্তমানে বিদেশে রয়েছেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, “লাশ দুটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে।