মো সাইফুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারী দলিল লেখক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে শফিকুল ইসলাম সভাপতি ও গোলাম রব্বানী সরকার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও সাধারণ সদস্য পদে আবুল কাশেম, জয়নাল আবেদীন লিটন, নজরুল ইসলাম, জিল্লুর রহমান শাহিন ও সিরাজুল ইসলাম সরকার নির্বাচিত হন।
শনিবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আমজাদ হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সকাল দশটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৯৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয় এই নির্বাচন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার আব্দুল্লাহ আল মাসুম। প্রিজাইডিং অফিসার আব্দুল্লাহ আল মাসুম জানান, সভাপতি পদে শফিকুল ইসলাম ৫৪ ভোট এবং সাধারণ সম্পাদক পদে গোলাম রব্বানী সরকার ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন।
এছাড়া সভাপতি পতে প্রতিদ্বন্ধি আব্দুল্লাহ শাহ ৩৮ ভোট এবং সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধি হারুন অর রশিদ ২২ ও আব্দুল হামিদ সরকার ১৩ ভোট পান। তিনি বলেন, সাধারণ সদস্যের ৫টি পদের বিপরিতে ১১জন অংশ নিয়েছিলেন।