২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

ধর্ষণের ট্রমা ও সামাজিক অবজ্ঞায় লামিয়ার আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

ধর্ষণের ঘটনার পর মানসিক যন্ত্রণায় শহিদ জসীম উদ্দিনের কন্যা লামিয়া (১৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার রাত ৯টার দিকে রাজধানীর শেখেরটেক এলাকার ৬ নম্বর রোডের বি/৭০ নম্বর বাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

আত্মহত্যার কিছু সময় আগে লামিয়ার সঙ্গে সময় কাটিয়েছিলেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের নির্বাহী কমিটির সদস্য সাবরিনা আফরোজ শ্রাবন্তী। ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি জানান, আত্মহত্যার কয়েক ঘণ্টা আগে তিনি লামিয়ার বাসায় গিয়ে গল্প করেছেন, খাওয়া-দাওয়া করেছেন। বিদায়ের সময় লামিয়ার কণ্ঠে ফুটে উঠেছিল অসহায়তা ও ক্ষোভ: “আল্লাহ যা করে, সেটা নাকি ভালোর জন্যই করে। আমার কি ভালো করসে বলতে পারেন? আমার সঙ্গে খালি খারাপই হইসে!”

সাবরিনা আফরোজের মতে, লামিয়ার মৃত্যু শুধু ধর্ষণের ঘটনার ট্রমা থেকে নয়, বরং সমাজের ফিসফাস, কটূক্তি, সন্দেহ ও চরিত্রহরণের সংস্কৃতিই তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছে। বাসার আশপাশের মানুষের কানাঘুষা ও নোংরা ইঙ্গিত তাকে এমন এক পর্যায়ে নিয়ে যায়, যেখানে বেঁচে থাকার আর কোনো শক্তি অবশিষ্ট ছিল না।

লামিয়ার মা জানান, মেয়ের ইন্টার পরীক্ষা শেষ হলেই তারা দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে কেউ তাদের চিনবে না কিংবা আঙুল তুলবে না। তবে সেই সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল লামিয়ার জীবন।

সাবরিনা আফরোজ বলেন, “এই ঘটনায় শুধু ধর্ষণকারীরাই নয়, যারা ভুক্তভোগীর চরিত্র নিয়ে কটূক্তি করেছে, যারা অবজ্ঞা ছড়িয়েছে, তারাও কম দায়ী নয়।” তিনি প্রশ্ন তোলেন, “একজন মেয়ের সম্মতি ছাড়া যদি কিছু ঘটে, সেখানে মেয়েটার অপরাধ কোথায়?” তার মতে, লামিয়ার মৃত্যু পুরো সমাজের বিকৃত মানসিকতার নির্মম প্রতিচ্ছবি, যেখানে ভুক্তভোগীকে দোষারোপ করা এখনো নষ্ট সংস্কৃতির অংশ হয়ে আছে।

প্রসঙ্গত, গত ১৮ মার্চ সন্ধ্যায় পটুয়াখালীর দুমকি উপজেলার পাঙ্গাসিয়া ইউনিয়নে বাবার কবর জিয়ারত শেষে নানাবাড়ি ফেরার পথে লামিয়াকে মুখ চেপে ধরে পার্শ্ববর্তী বাগানে নিয়ে যায় অভিযুক্ত সাকিব ও সিফাত। সেখানে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়। ধর্ষণের পর তার নগ্ন ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যেই: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়ে যাবতীয় সংস্কার কাজ চলতে থাকবে।

বিতর্কের মাঝেও পুলিশ পদক পাচ্ছেন মনিরুল হক ডাবলু

নিজস্ব প্রতিবেদক: বিতর্কিত পুলিশ কর্মকর্তা মনিরুল হক ডাবলু এবারের পুলিশ সপ্তাহে পদক পাচ্ছেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও আওয়ামী আদর্শে বিশ্বাসী এ

মুরাদনগরে একই রশিতে মা-ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার

মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় একই রশিতে ঝুলন্ত অবস্থায় মা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) সকালে

জ্বালানি উপদেষ্টার সতর্কবার্তা: গ্যাস চুরির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান জানিয়েছেন, গরমে লোডশেডিং সীমিত রাখতে সরকার চেষ্টা করবে। শনিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে জ্বালানি সংকট নিয়ে আয়োজিত

Scroll to Top