২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব, স্বাগত শাহবাজ শরিফের

নিজস্ব প্রতিবেদক:

ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সৃষ্ট ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে আলোচনা করেন। আলোচনায় প্রধানমন্ত্রী শাহবাজ ইরানের সহায়তার প্রস্তাবকে আন্তরিকভাবে স্বাগত জানান।

ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ-র বরাত দিয়ে ডন পত্রিকা জানিয়েছে, গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ২৬ জন নিহত হন। ২০০০ সালের পর এটি বিতর্কিত হিমালয় অঞ্চলটিতে সবচেয়ে প্রাণঘাতী সশস্ত্র হামলা হিসেবে বিবেচিত হচ্ছে। হামলার দায় স্বীকার করেছে এতদিন অজানা ‘দি রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামে একটি সংগঠন।

হামলার পর ভারত ও পাকিস্তান একে অপরের বিরুদ্ধে নানা পদক্ষেপ নিয়েছে। ভারত একতরফাভাবে সিন্ধু নদ পানি বণ্টন চুক্তি স্থগিত করে এবং পাকিস্তান পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় বিমান চলাচল সীমিত করে দেয়। ভারত হামলাকারীদের সীমান্ত পেরিয়ে পাকিস্তানের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিত দিলেও পাকিস্তান তা দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

টেলিফোনালাপে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্টকে ইসলামাবাদ সফরের আমন্ত্রণ জানান এবং পহেলগাঁও হামলা নিয়ে পাকিস্তানের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, পাকিস্তান সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায় এবং এই হামলার সঙ্গে পাকিস্তানের কোনো সম্পৃক্ততা নেই। পাকিস্তান স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে।

পানি অস্ত্র হিসেবে ব্যবহারের বিষয়ে তিনি বলেন, এটি অগ্রহণযোগ্য এবং পাকিস্তান যেকোনো মূল্যে নিজেদের অধিকার রক্ষা করবে। এছাড়া ইরানের সাম্প্রতিক বিস্ফোরণ ঘটনার প্রতি সহানুভূতি প্রকাশ করে শাহবাজ শরিফ তেহরানকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, দুই দেশের নেতারা পারস্পরিক সফরের আমন্ত্রণ পুনর্ব্যক্ত করেছেন, যা ভবিষ্যতে দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করতে সহায়ক হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা: শান্তির আহ্বান সাবেক বিচারপতির

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পহেলগাঁওয়ে পর্যটকবাহী বাসে বন্দুক হামলায় অন্তত ২৮ জন নিহত হওয়ার ঘটনায় ভারতে আবেগ ও ক্ষোভ তুঙ্গে উঠেছে। হামলায় আরও অনেক মানুষ আহত

বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াল ট্রাম্প প্রশাসন

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত থেকে সরে এসেছে। আকস্মিকভাবে শত শত শিক্ষার্থীর ভিসা বাতিল করে সারা দেশে যে

ভারতীয় সেনার বিস্ফোরক মন্তব্য: ‘কাশ্মীরে হামলা সাজানো’

নিজস্ব প্রতিবেদক: ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় তীব্র উত্তেজনা চলছে। দু’দেশের মধ্যে যুদ্ধ বাধার আশঙ্কাও তৈরি হয়েছে।

পাকিস্তানের প্রস্তাব: ভারতকে কাশ্মীর ইস্যুতে নিরপেক্ষ তদন্ত করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারত অধিকৃত কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের ঘটনার নিরপেক্ষ তদন্তে ভারতকে যোগ দেওয়ার প্রস্তাব দিয়েছেন । শনিবার পাকিস্তান মিলিটারি একাডেমি কাকুলে

Scroll to Top