২৭শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২৯শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হলো OBE Curriculum শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শুরু হয়েছে কলা ও চারুকলা অনুষদের শিক্ষকবৃন্দের অংশগ্রহণে “OBE Curriculum” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা।

রবিবার (২৭ এপ্রিল) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব।

প্রশিক্ষণ কর্মশালার প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “শুধু OBE Curriculum বিষয়ে প্রশিক্ষণ নিলেই হবে না, প্রশিক্ষণ নিয়ে বিভাগের সহকর্মীদের সাথে বসে OBE Curriculum তৈরি করতে হবে। পরে সেই কারিকুলাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে অনুমোদন নিয়ে বাস্তবায়ন করতে হবে।” উপস্থিত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, “প্রত্যেক শিক্ষার্থীকে আলাদাভাবে বুঝতে হবে। উদাহরণ দেওয়ার সময়ও তাদের বোঝার বিষয়ের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। প্রত্যেক শিক্ষার্থীর পছন্দ-অপছন্দ বুঝে ক্লাস নিতে পারলে ক্লাস অত্যন্ত কার্যকর হবে।”

প্রশিক্ষণ কর্মশালার সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর বক্তব্যে বলেন, “আজকের আধুনিক সময়ে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে হলে OBE Curriculum অত্যন্ত প্রয়োজনীয় ও কার্যকর বিষয়। আমাদের ছেলেমেয়েদের চাকুরী বাজারে যোগ্য হিসেবে গড়ে তোলার জন্য অত্যন্ত গুরুত্বের সাথে OBE Curriculum প্রস্তুত করা প্রয়োজন।” প্রত্যেক অনুষদেই এক বা একধিক বিভাগ নিয়ে আরও এই প্রশিক্ষণ আয়োজনের ব্যবস্থা গ্রহণের জন্য উপাচার্য ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেল (আইকিউএসি) এর পরিচালককে আহ্বান জানান। প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত শিক্ষকবৃন্দের উদ্দেশ্যে উপাচার্য বলেন, “ক্লাসে যাওয়ার আগে অবশ্যই আপনারা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাবেন। এছাড়া নির্দিষ্ট সময় অনুযায়ী আপনারা ক্লাসে যাবেন। যখন দেখছেন কোন সমস্যা বা প্রস্তুতি নিতে না পারার কারণে নির্ধারিত সময়ে ক্লাস নিতে পারছেন না, সেক্ষেত্রে আগেই ক্লাসের প্রতিনিধি (সিআর) কে জানিয়ে দিবেন।”

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। কর্মশালায় স্বাগত বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. তপন কুমার সরকার। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)- এর সম্মানিত সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব, আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মাজহারুল ইসলাম, সফ্টওয়্যার স্পেশালিস্ট মো. ফারুক হোসেন ও ইউজিসি’র এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ। কর্মশালায় রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যান্ডরেন্স সেলের পরিচালক প্রফেসর ড. মো. সাহাবউদ্দিন, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের সদস্য সংগ্রহ শুরু

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নবীণ সদস্য সংগ্রহের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরম্ভ হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরম্ভ হয়। তবে

ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধে বাকৃবি শিক্ষার্থীরা

আরাফাত হোসাইন, বাকৃবি প্রতিনিধি: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা পিএসসি সংস্কার ও প্রশ্নফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে ঢাকা-ময়মনসিংহ

পটুয়াখালী ভার্সিটিতে, বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত

জাকির হোসেন হাওলাদার, পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি স্টুডেন্টস এসোসিয়েশনের উদ্যোগে বিশ্ব ভেটেরিনারি দিবস-২০২৫ পালিত হয়েছে।

বেরোবিতে রাশিয়ায় উচ্চশিক্ষা ও গবেষণা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে শিক্ষার্থীদের জন্য রাশিয়ায় গবেষণা ও উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ এপ্রিল, ২০২৫) বিকেলে একাডেমিক

Scroll to Top