ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের নবীণ সদস্য সংগ্রহের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরম্ভ হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল) অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরম্ভ হয়। তবে আজ রবিবার (২৭ এপ্রিল) অফলাইনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে শান্ত চত্বরে বুথ রেজিস্ট্রেশন আরম্ভ হয়।
আগামী সোমবার (০৫ মে) রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে। এরপর তিন ধাপে সদস্যদের পরীক্ষা নেওয়া হবে।
১. বৃহঃস্পতিবার (০৮ মে) আইকিউ মূল্যায়নের উদ্দেশ্যে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
২. শনিবার (১০ মে) দলীয় কার্যক্রমের দক্ষতা ও জটিল চিন্তন দক্ষতা যাচাই এর উদ্দেশ্যে দলীয় আলোচনা করা হবে
৩. সদস্যদের মধ্য হতে ম্যানেজমেন্ট ট্রেইনি নির্বাচনের জন্য ভাইভা নেওয়া হবে।
উল্লেখ্য, শিক্ষার্থীদের লিডারশিপ ডেভেলপমেন্ট বৃদ্ধির উদ্দেশ্যে ক্যারিয়ার ক্লাব প্রতি বছর নবীণ সদস্য সংগ্রহ করে। মিডিয়া পার্টনার হিসেবে এই সংগঠনের স্পন্সর করছে দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, ঢাকা পোস্ট।