মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
সন্ত্রাস-লুটপাট ও অতিরিক্ত খাজনা আদায়ের প্রতিবাদে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলে ও মৎস্য ব্যবসায়ীরা।
রবিবার (২৭ এপ্রিল) সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মাছের আড়তের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে ওই মানববন্ধন কর্মসুচি পালিত হয়। পরে বিক্ষোভ মিছিলটি দৌলতদিয়া মাছ বাজার থেকে শুরু হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক, দৌলতদিয়া লঞ্চঘাট, ফেরিঘাট, বাজার ও রেলস্টেশন এলাকা প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
মানববন্ধন কর্মসুচীতে দৌলতদিয়ার মাছ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহন মন্ডল, জেলে সমিতির সাধারণ সম্পাদক অছেল ব্যাপারী, মাছ ব্যবসায়ী আনু মন্ডল, ইসলাম হোসেন, কোব্বাত আলী মন্ডল, আসলাম মোল্লা প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা এ সময় বলেন, দৌলতদিয়ায় নদী ভাঙ্গনের কবলে পরা মানুষগুলো এখন বেশির ভাগই মাছ শিকার ও বিক্রির সাথে জরিত। যে কারণে দৌলতদিয়ার আড়তটি মাছের জন্য বিখ্যাত। দুই যুগেরও বেশি সময় ধরে এ আড়তে শতকরা এক টাকা হারে খাজনা দেওয়া হয়। কিন্তুু গত এক সপ্তাহ যাবৎ নতুন আড়ৎদার শতকরা পাঁচ টাকা হারে খাজনা আদায়ের চেষ্টা করছে। যা জেলেদের জন্য কষ্টকর। পাঁচ টাকা হারে খাজনা না দিলে হুমকি ধামকি প্রদান করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে এ আড়তে কেউ মাছ নিয়ে আসবে না বলেও জানান তারা।
পরে দৌলতদিয়া মাছের আড়তের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক থেকে বের করা হয় একটি বিক্ষোভ মিছিল। বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এ সময় গোয়ালন্দ উপজেলার পাঁচ শতাধিক জেলে ও মাছ ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, অতিরিক্ত খাজনা আরোপের ফলে জেলেরা দৌলতদিয়া বাজারে মাছ বিক্রি করতে অপারগ হয়ে পড়ছে, যা বাজার ব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। ইজারাদারদের এ অনিয়ম চলতে থাকলে বাজারে মাছের যোগান কমে যাবে এবং ব্যবসায়ীরা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন।
বক্তারা অবিলম্বে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ এবং মৎস্য ব্যবসায়ীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানান।