মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদী থেকে ভাসমান অবস্থায় জাহাজ শ্রমিক জিহাদ সরদার (৩০) মস্তক বিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিহাদ সরদার রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর বরাট গ্রামের শহিদ সরদারের ছেলে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে ছোট ভাকলা ইউনিয়নের অন্তর মোড় এলাকার খেয়াঘাটের পূর্ব পাশে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে নদীতে মাছ ধরার সময় কয়েকজন জেলে একটি লাশ ভাসতে দেখে আশপাশের লোকজনকে খবর দেয়। পরে পরিবারের সদস্যরা এসে মরদেহের পরিচয় শনাক্ত করেন।
নিহত জিহাদের চাচা আব্দুর রাজ্জাক ওরফে কেসমত সরদার তার ভাতিজা জিহাদ সরদারের মরদেহ দাবী করে বলেন, জিহাদ সরদার গত ২৪ এপ্রিল ঢাকা থেকে বাড়িতে আসে। বাড়ি আসার সাথে সাথেই একজনের সাথে দেখা করার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরদিন থেকেই পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজি করছিলেন। জিহাদ ঢাকার একটি জাহাজ (ডগ) কারখানায় কাজ করতেন। রবিবার সকালে খবর পেয়ে গোয়ালন্দঘাট থানা ও নৌ-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, লাশটি অর্ধগলিত অবস্থায় ছিল এবং মাথা ছিল না। মৃত জিহাদ সরদার ডাক্তার মোশারফ হোসেন হত্যা মামলার আসামী ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কোনো অভিযুক্ত ব্যক্তি চিহ্নিত হয়নি। কাউকে গ্রেপ্তারও করা হয়নি। এ ব্যাপারে পরবর্তী আইনি কার্যক্রম চলমান রয়েছে।