সততার প্রতীক ইউএনও শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিশাল মানববন্ধন
কাজী রিয়াজ, সাতক্ষীরা প্রতিনিধি:
আজ সকাল ১০টায় তালা ডাকবাংলোর সামনে তালা উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে তালা উপজেলার সর্বস্তরের জনগণ, দলমত নির্বিশেষে অংশগ্রহণ করেন। মুহূর্তের মধ্যেই তালা বাজার জনসমুদ্রে পরিণত হয়।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগের দোসর এবং শেখ হেলালের ঘনিষ্ঠ সহযোগী রোকনুজ্জামান টিপু দীর্ঘ ১৫ বছর ধরে তালা উপজেলায় টেন্ডারবাজি ও নানা অপকর্মের সাথে জড়িত ছিলেন। বর্তমানে তিনি তালা উপজেলার স্থিতিশীল পরিবেশ বিনষ্টের উদ্দেশ্যে ইউএনও শেখ মোঃ রাসেলের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। রোকনুজ্জামান টিপু বাগেরহাট জেলার মোল্লাহাট থানার মৃত আইয়ুব আলীর পুত্র বলে জানা যায়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন —
তালা উপজেলা শাখার আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ, জাগরণ বার্তা ফাউন্ডেশন, সম্মিলিত সাংবাদিক সমাজ, তালা মহিলা কলেজ পরিবার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, তালা উপজেলা প্রেসক্লাব, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ পরিবার, তালা উপজেলা হাজী কল্যাণ ফাউন্ডেশন, পাটকেলঘাটা হারুন-অর-রশিদ ডিগ্রি কলেজ পরিবার, নাগরিক কমিটি, শিক্ষক সমাজ, তালা বাজার বণিক সমিতি, সচেতন যুব সমাজ, স্বেচ্ছাসেবক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ, তালা সরকারি কলেজের ছাত্র ফোরাম, ছাত্র কল্যাণ পরিষদ, তালা ক্লাব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তালা উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সাধারণ জনগণ।
বক্তারা বলেন —
“উপজেলা নির্বাহী অফিসার জনাব শেখ মোঃ রাসেল তালাবাসীর প্রাণচঞ্চলতা ও উন্নয়নের প্রতীক। সদা হাস্যোজ্জ্বল, নিষ্ঠাবান এবং দায়িত্বশীল এই কর্মকর্তা ইতিমধ্যে তালাবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।”
“তিনি অন্য সাধারণ সরকারি কর্মকর্তাদের চেয়ে ভিন্নতর — চিন্তা-চেতনায় আধুনিক, শিক্ষানুরাগী, ক্রীড়াপ্রেমী ও উন্নয়নমনস্ক এক অনন্য অভিভাবক।”
“তাঁর সততা, সাহসিকতা ও মানবিক নেতৃত্ব তালা উপজেলাকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। মাঠ প্রশাসনে তাঁর গতিশীল কার্যক্রম ইতিমধ্যেই দৃশ্যমান হয়েছে।”
মানববন্ধন থেকে আরও ঘোষণা দেওয়া হয়: জনগণ সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবে এবং ষড়যন্ত্রকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
ইউএনও শেখ মোঃ রাসেলের সম্মান রক্ষায় প্রয়োজনে আরও বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।
শেষ পর্যন্ত এই বিশাল প্রতিবাদ কর্মসূচি তালাবাসীর ঐক্য, সচেতনতা এবং সত্যের পক্ষে অবিচল থাকার দৃপ্ত শপথের সাক্ষ্য বহন করে।