মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর পাংশায় এক কৃষকের ফলের বাগানে দুর্বৃত্তদের হামলায় ৪ শত পেঁপে, ১ শত পেয়ারা ও ১শত আম গাছ কেটে ফেলেছে।
শুক্রবার দিবাগত রাতে পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পারডেমরামারা গ্রামের মাঠে এই ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের পারডেমরামারা গ্রামের আলী আহম্মেদ মৃধার ছেলে সালাউদ্দিন আহম্মেদ হিরক।
কৃষক সালাউদ্দিন আহম্মেদ হিরক বলেন, তিন বছর আগে তিনি ১৫ একর জমিতে মিশ্র ফলের একটি বাগান করেন। ‘গত রাতে আমার বাগানের পেঁপে, পেয়ারা ও আম গাছগুলো গোড়া থেকে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার সকালে মাঠে গিয়ে কাটা গাছগুলোর দৃশ্য দেখে হতবাক হয়ে যাই। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।’ এ ঘটনায় তিনি পাংশা মডেল থানায় একটি অভিযোগ করেছেন।
এ বিষয়ে পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তোফাজ্জল হোসেন বলেন, ‘শনিবার সকালে আমরা জানতে পারি পাংশা উপজেলার তরুণ উদ্যোক্তা হিরকের বাগানের অধিকাংশ গাছ কে বা কারা কেটে দিয়েছে। সাথে সাথে আমি আমার ইউএনওকে অবহিত করি। আমরাও কঠোর বিচার দাবি করছি। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এমন জঘন্য কাজ যেন আর কেউ না করে, সেই রকম কঠোর বিচারের দাবি জানাচ্ছি।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, ‘সকালে খবর পাই কৃষি উদ্যোক্তা হিরকের বাগানের গাছ দুর্বৃত্তরা কেটে দিয়েছে। খবরটি শোনার সাথে সাথেই আমাদের পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠাই। দ্রুত তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।