২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

৩ মে মহাসমাবেশের সমর্থনে ফটিকছড়িতে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:

ইসলামবিরোধী নারী নীতিমালা ও নারী কমিশন বাতিল এবং সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালের দাবিতে ফটিকছড়িতে মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। একইসাথে আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশের প্রতি সমর্থন জানিয়ে দেশবাসীর প্রতি উপস্থিতি ও সহযোগিতার আহ্বান জানানো হয়।

রবিবার (২৭ এপ্রিল) আসরের নামাজের পর হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার উদ্যোগে বাবুনগর ফকিরহাট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নাজিরহাট ঝংকার মোড়ে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমীরে শুরা ও ফটিকছড়ি উপজেলা আমীর আল্লামা আইয়ুব বাবুনগরী। এতে আরও উপস্থিত ছিলেন মাওলানা শোয়াইব, নাজিরহাট ফারুকীয়া মাদরাসার মুহতামিম আল্লামা ছলিম উল্লাহ, মাওলানা জুনাইদ বিন জালাল, বাংলাদেশ এহইয়াউস সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আল্লামা শেখ হুসাইন মুহাম্মদ শাহজাহান ইসলামাবাদী, মুফতি খালেদ, মাওলানা আনাস সুলতানী, মাওলানা ইয়াহিয়া, মুফতি মাহমুদ, মাওলানা শামসুল আলম, মাওলানা আবু তালেব ভূজপুরী, মুফতি মাহমুদুল্লাহ, মাওলানা আজিজুর রহমান যশোরী, মাওলানা আমীর উদ্দিন, মাওলানা ওসমান শাহনগরী, মাওলানা আশরাফ বিন ইয়াকুব, মাওলানা ফজলুল হক, মাওলানা নিজাম উদ্দীন, কারী আবু সাঈদ, মাওলানা জুনাইদ, মাওলানা মাহফুজুর রহমান, হাফেজ আহমদ ইসলামাবাদী এবং সাংবাদিক মাওলানা আসগর সালেহী।

সমাবেশ থেকে বক্তারা ইসলামবিরোধী নারী নীতিমালা ও কমিশন বাতিলের দাবি জানিয়ে বলেন, এটি মুসলিম সমাজের ধর্মীয় মূল্যবোধের পরিপন্থী। পাশাপাশি সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনর্বহালের দাবিও তোলেন। তারা আগামী ৩ মে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করতে দেশবাসীর অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন।

পরে নাজিরহাট চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে হেফাজতে ইসলাম বাংলাদেশ ফটিকছড়ি উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে হেফাজত আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী হাফিঃ।
পরিচিতি সভায় বক্তারা ভূজপুর মামলা সহ আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত সকল ‘মিথ্যা মামলা’ দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

জহিরুল ইসলাম, সুনামগঞ্জ প্রতিনিধিঃ মধ্যনগর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অমল তালুকদার (৪৫) কে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ । উপজেলার মধ্যনগর বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠান

আইনজীবীদের সংগঠিত করতে এনসিপি আইনজীবী উইং গঠনের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক: জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের আইনি সহায়তা প্রদান, আন্দোলন সংগঠনে ভূমিকা রাখা এবং ন্যায়ের পক্ষে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করা আইনজীবীদের একটি প্ল্যাটফর্মে সংগঠিত করতে

চব্বিশের গণঅভ্যুত্থানের শহীদকন্যার আত্মহত্যা— লামিয়া’র শোকাহত পরিবারের পাশে তারেক রহমান

জাকির হোসেন হাওলাদার, দুমকি প্রতিনিধিঃ চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে শহীদ জসিম উদ্দিন-এর কন্যা লামিয়া আক্তারের শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা

নীলফামারীতে জামায়াতের জেলা শহর শাখার ২ নং ওয়ার্ডের কেন্দ্র ঘোষিত গণসংযোগ ও দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

মোঃ বাদশা প্রামানিক, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত ২ নং ওয়ার্ড শহর শাখার গণসংযোগ ও দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল)

Scroll to Top