মোঃ নুর আলম পাপ্পু, কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার সমশপুর গ্রামে গভীর শোকের ছায়া। আজ ২৭ এপ্রিল ২০২৫, বিকাল ৪ টায় (রবিবার) ইন্তেকাল করেছেন এলাকার কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি সদস্য মোঃ গোলাম ছরোয়ার বুদো (পিতা: মৃত গোলাম রসুল)। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।
রাত ১০ টায় সমশপুর কেন্দ্রীয় গোরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। জানাজা ও দাফন অনুষ্ঠানে শত শত মানুষ অংশগ্রহণ করেন, মুখরিত হয় শোক আর কৃতজ্ঞতার আবেগে।
জানাজা পূর্ববর্তী স্মরণসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন খোকসা উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খাঁন, খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোঃ ফজলুল হক, সমশপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান কাজল, এবং খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজকর্মী এবং সাংবাদিকবৃন্দ।
বক্তারা মরহুমের বর্ণাঢ্য জীবনের নানা দিক তুলে ধরে বলেন, মোঃ গোলাম ছরোয়ার বুদো ছিলেন একজন অকুতোভয় মুক্তিযোদ্ধা, যিনি দেশমাতৃকার টানে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। মুক্তিযুদ্ধের পর তিনি সমাজসেবায় নিজেকে নিয়োজিত করেন এবং মেম্বার পদে থেকে এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর সদালাপী আচরণ, জনকল্যাণমূলক মনোভাব এবং সমাজের প্রতি দায়বদ্ধতা আজও সমশপুরবাসীর হৃদয়ে অম্লান হয়ে আছে।
তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোক। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া চেয়ে এলাকাবাসী জানান।