মো: ইসমাইল হোসেন, রাজশাহী প্রতিনিধি
বিএনএমসিতে অবস্থানরত শিক্ষার্থীদের উপর বর্বরোচিত পুলিশি হামলার প্রতিবাদ জানিয়ে নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, বগুড়া এর ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের পক্ষ থেকে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন। প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় শিক্ষার্থীরা, যেখানে তারা দলে দলে মোমবাতি জ্বালিয়ে কর্মসূচি চালিয়ে যাই।
তাদের দাবি না মানা পর্যন্ত কর্মসূচি আরো কঠোর করার হুঁশিয়ারি দেন। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ, বগুড়া এর ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি শিক্ষার্থীদের পক্ষ থেকে নেতৃত্ব দেয় শিমু ইসলাম, ফাতেমাতুস জাকিয়া শিমু, শাহনাজ পারভীন বিথী,ইসরাত তাহসান ইতি,জান্নাতুল সাবরিনা আখি,বিষ্ণুপ্রিয়া ,সারজিয়া সাথী, তারা বলেন ২০২৪ সালের রক্তাক্ত জুলাইয়ের মতোই ২০২৫ এর রক্তাক্ত এপ্রিল আজ।নিজেদের অধিকার আদায় করতে গিয়ে যে দেশে মানুষ মারা হয় পাখি কিংবা অন্য পশুর মতো সে দেশের শিক্ষার্থীরা পিছিয়ে থাকবে না তো কে থাকবে?? গত জুলাইয়ে যারাই নিজেদের দাবি নিয়ে রাজপথে নেমেছে তাদের রক্ত দিয়েই রাজপথ রঞ্জিত হয়েছে।একই চিত্র আবারও সবার সামনে ভেসে উঠেছে এপ্রিলে।
একটি হাসপাতালের অক্সিজেন হিসেবে যারা কাজ করে আজ তারাই রক্তাক্ত। তাহলে ভাবুন আপনার আমার কিংবা অন্যের প্রিয়জন কিংবা আপনি যখন রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে যাবেন তখন সেই অক্সিজেন অর্থাৎ নার্সরা
আপনাকে কেমন অক্সিজেন সাপ্লাই করবে??? যারা নিজেদের প্রিয়জন কিংবা নিজেদের অসুস্থতা ভুলে দিনরাত আপনাদের সেবা করে আসছে তাদের যৌক্তিক দাবি আদায়ে আপনারা কীভাবে তাদের উপর আঘাত হানেন??
সময় এসেছে এসব অনিয়ম ভেঙে দেওয়ার। নিজের অধিকার আদায়ের সময় এসেছে।নিজেকে সবার সামনে উন্মোচন করার সময় এসেছে।
জাগো জাগো,
নার্সরা জাগো,
সময় এসেছে
নিজেদের অধিকার আদায়ের
কাঁধে কাঁধ রেখে হাত
এগিয়ে যাও নির্ভয়ে।