জহিরুল ইসলাম, মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের মধ্যনগরে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ শফিকুল ইসলাম শফিক (৩৫)। শনিবার দিবাগত রাত এগারোটার দিকে মধ্যনগর থানার আওতাধীন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের রূপনগর গ্রাম থেকে মধ্যনগর থানার এসআই ইউসুব আলী, এএসআই মো. মহিনুর, এএসআই আব্দুর রউফ সহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা ও ২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি রূপনগর গ্রামের দক্ষিণপাড়ার মৃত মহিম উদ্দিনের ছেলে। মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সজীব রহমান জানান, গ্রেফতারকৃত মাদক কারবারি মো. শফিকুল ইসলাম শফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রবিবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।