২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

আইজিপি ব্যাজে সম্মানিত হচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি

আইন-শৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব, দক্ষতা ও দৃষ্টান্তমূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘পুলিশ ফোর্স এক্সেমপ্লারি সার্ভিস ব্যাজ ২০২৪’ (আইজিপি ব্যাজ) পাচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা।

বাংলাদেশ পুলিশের অন্যতম মর্যাদাপূর্ণ এ স্বীকৃতির জন্য তাঁকে মনোনীত করা হয়েছে সম্প্রতি প্রকাশিত তালিকায়। আসন্ন পুলিশ সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম, বিপিএম, তাঁর হাতে আনুষ্ঠানিকভাবে এ ব্যাজ পরিয়ে দেবেন।

দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, কমিউনিটি পুলিশিং করণ ও জনসেবামূলক কর্মকাণ্ডে পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেন বিশেষ ভূমিকা রেখে চলেছেন। তাঁর নেতৃত্বে জেলার বিভিন্ন থানায় অপরাধ দমন কার্যক্রম আরও গতিশীল হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি।

পুলিশ সুপারের এ অর্জন শুধু ব্যক্তিগত নয়, মৌলভীবাজার জেলা পুলিশের জন্যও এক বিশাল গৌরবের বিষয়। তাঁর নেতৃত্বে জেলার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে। ফলে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় হয়েছে।

মৌলভীবাজার জেলা পুলিশের সব কর্মকর্তা ও সদস্যের পক্ষ থেকে পুলিশ সুপার এম.কে.এইচ. জাহাঙ্গীর হোসেনকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁর এই সফলতা জেলা পুলিশের প্রতিটি সদস্যের অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সপ্তাহের মাধ্যমে তাঁর এ অর্জন জাতীয় পর্যায়ে নতুন মাত্রা যোগ করবে বলে প্রত্যাশা করছেন মৌলভীবাজারের সাধারণ মানুষ ও প্রশাসনের কর্মকর্তারা।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

উখিয়ার তেলীপাড়ায় সরকারি রাস্তা ও ড্রেইন দখল: ৭নং ওয়ার্ডে এলাকাবাসীর প্রতিবাদ, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি

মুহাম্মদ সাইদ, কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়নের তেলীপাড়া গ্রাম, ৭নং ওয়ার্ডে, সরকারি রাস্তা ও ড্রেইনের উপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের ঘটনা জনমনে তীব্র অসন্তোষের

‌হোসেনপুরে প্রধান শিক্ষকের লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হারেঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক বেগম তাহমিনা রওশান সিদ্দিকার বিরুদ্ধে

মুরাদনগরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

মো: সাদেকুল ইসলাম, মুরাদনগর প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধান কাটার সময় বজ্রপাতে দুই কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বাঙ্গরা বাজার থানার কোরবানপুর

উত্তর তিলকপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই

সৈয়দ শিহাব উদ্দিন মিজান, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর তিলকপুর (নগর পয়েন্ট) এলাকায় ২৮ এপ্রিল, সোমবার ভোর ৪টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের

Scroll to Top