শাহজাহান সাজু, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হারেঞ্জা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের দুর্নীতিবাজ প্রধান শিক্ষক বেগম তাহমিনা রওশান সিদ্দিকার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে এডহক কমিটির সভাপতির নাম মনোনয়ন, সরকারি বই বিক্রি, রশিদ বিহীন টাকা আদায়, ভুয়া ম্যানেজিং কমিটি গঠন, নিয়োগ বাণিজ্যসহ লাগামহীন দুর্নীতির বিচার চেয়ে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১১ ঘটিকায় বিদ্যালয়ের অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে হারেঞ্জা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিদলা ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া, সিদলা ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিকুর রহমান, সাবেক ইউপি সদস্য মতি মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম,বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, ৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, জেলা ছাত্রদল নেতা মিজান মিয়া, যুবদল নেতা রিমন সরকার, স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুস সাত্তার। এ সময় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শতশত অভিভাবক বৃন্দ, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার অসংখ্য সাংবাদিকবৃন্দ।