নিজস্ব প্রতিবেদক:
ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এরই মধ্যে পারমাণবিক শক্তিধর দুই দেশ সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতকে ঘায়েল করতে পাকিস্তান ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে। তিনি জানান, শাহীন ও গজনবীসহ বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ঘাঁটিতে প্রস্তুত রাখা হয়েছে। এগুলো কেবল প্রদর্শনীর জন্য নয়, সরাসরি ভারতের দিকে তাক করে মোতায়েন করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করার পর প্রতিক্রিয়া হিসেবে হানিফ আব্বাসী এই হুমকি দেন।
তিনি আরও বলেন, যদি ভারত ইন্দুস চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের নদীগুলোর পানিপ্রবাহ বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে।