৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

কাশ্মিরে পর্যটক হত্যা: পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক:

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এরই মধ্যে পারমাণবিক শক্তিধর দুই দেশ সীমান্তে সামরিক উপস্থিতি বাড়িয়েছে এবং পাল্টাপাল্টি কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে।

এমন উত্তপ্ত পরিস্থিতিতে পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসী হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ভারতকে ঘায়েল করতে পাকিস্তান ১৩০টি ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে। তিনি জানান, শাহীন ও গজনবীসহ বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ঘাঁটিতে প্রস্তুত রাখা হয়েছে। এগুলো কেবল প্রদর্শনীর জন্য নয়, সরাসরি ভারতের দিকে তাক করে মোতায়েন করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ভারত পাকিস্তানি দূতাবাসের সামরিক কর্মকর্তাদের বহিষ্কার করার পর প্রতিক্রিয়া হিসেবে হানিফ আব্বাসী এই হুমকি দেন।

তিনি আরও বলেন, যদি ভারত ইন্দুস চুক্তি লঙ্ঘন করে পাকিস্তানের নদীগুলোর পানিপ্রবাহ বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তান পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করছেন শিন বেটপ্রধান রোনেন বার

নিজস্ব প্রতিবেদক: পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরাইলে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, আগামী ১৫ জুন তিনি

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা: শান্তি চান এরদোগান

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর চলমান এই সংঘাত

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫৩ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা

কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব, স্বাগত শাহবাজ শরিফের

নিজস্ব প্রতিবেদক: ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সৃষ্ট ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের

Scroll to Top