২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

দুমকী উপজেলায়, শহিদ কণ্যার ধর্ষণ ও আত্মহত্যার নেপথ্যে প্রেমিক ইমরান মুন্সি, ধরাছোঁয়ার বাইরে

জাকির হোসেন হাওলাদার , দুমকী প্রতিনিধিঃ

পটুয়াখালী জেলার দুমকি উপজেলায়, আলোচিত জুলাই বিপ্লবের শহিদ জসীম উদ্দিন হাওলাদারের কন্যা ধর্ষণ ও আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে।

রোববার (২৮ এপ্রিল) সরেজমিনে তদন্ত ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার মূল হোতা মেয়েটির কথিত প্রেমিক ইমরান মুন্সি এখনো ধরাছোঁয়ার বাইরে। ধর্ষণের দিন থেকেই ইমরান পলাতক, এবং আত্মহত্যার খবর ছড়িয়ে পড়ার পর তার বাবা মালেক মুন্সি পরিবারের সদস্যসহ পলায়ন করেছেন। রোববার সকালে তার বাড়িতে গিয়ে এ তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়।

অনুসন্ধানে জানা যায়, ভুক্তভোগী মেয়েটির সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল ইমরানের। এলাকাবাসীর ভাষ্যমতে, ঘটনার মাসখানেক আগে মেয়েটির নানা বাড়ির পাশে তাদের আটক করা হয়, পরে ইমরানের বাবা এসে ছেলেকে ছাড়িয়ে নেন।

স্থানীয় বাসিন্দা বায়েজিদ হোসেন জানান, ঘটনার দুইদিন আগেও ইমরানকে মেয়েটির সাথে দেখা করতে দেখা গেছে। ঘটনার দিন ইমরান মেয়েটির সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করলে স্থানীয় সাকিব ও সিফাত তা দেখে ফেলে।

মেয়েটির নানা বাড়ির রাসেল নামে এক যুবক বলেন, ইমরানকে মেয়েটির বসতঘরের পেছন থেকে আটকের পরও রাজনৈতিক প্রভাবের কারণে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ইমরানের বাবা মালেক মুন্সি স্থানীয়ভাবে প্রভাবশালী এবং বিএনপি সংশ্লিষ্ট হওয়ায় এলাকাবাসী মুখ খুলতে ভয় পায়।

মালেক মুন্সি স্বীকার করেছেন, তার ছেলে ইমরানের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল।

এলাকাবাসীর দাবি, ইমরান মুন্সির বিয়েতে অস্বীকৃতির পরিপ্রেক্ষিতেই মেয়েটি আত্মহত্যা করেছে লামিয়া। তারা ইমরানকে আইনের আওতায় এনে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

পটুয়াখালী অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাজিদুল ইসলাম সজল জানান, ধর্ষণের মামলায় সিফাত মুন্সি ও সাকিব মুন্সিকে আসামি করা হলেও, ইমরান মুন্সির নাম বাদ ছিল প্রেমের সম্পর্কের কারণে। তদন্তে ইমরানের সংশ্লিষ্টতার প্রমাণ মেলায় তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আইনশৃঙ্খলা এখন অনেকটাই নিয়ন্ত্রণে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে পুলিশ

পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: গত ১৫ বছর পুলিশকে দলীয় বাহিনীতে পরিণত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ

পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে টানা শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক: চলমান আন্দোলনের অংশ হিসেবে দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউটে টানা শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন। মঙ্গলবার (২৯ এপ্রিল) থেকে এ কর্মসূচি শুরু

প্রতারণা ও চাঁদাবাজির মামলায় জামিন পেলেন মডেল মেঘনা আলম

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন মডেল মেঘনা আলম। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহর আদালত

Scroll to Top