২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

নেতানিয়াহুর সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করছেন শিন বেটপ্রধান রোনেন বার

নিজস্ব প্রতিবেদক:

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইসরাইলে অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেটের প্রধান রোনেন বার। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি জানান, আগামী ১৫ জুন তিনি পদত্যাগ করবেন। খবর রয়টার্সের।

রোনেন বার বলেন, “আমি আমার ৩৫ বছরের চাকরিজীবনের ইতি টানছি। আগামী ১৫ জুন আমি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। এই সময়ের মধ্যে একজন যোগ্য ও পেশাদার উত্তরসূরীকে বেছে নিয়ে দায়িত্ব অর্পণ করা হবে।”

শিন বেট ইসরাইলের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা সংস্থা, যা সন্ত্রাস ও সন্ত্রাসী হামলার তদন্তের দায়িত্বে নিয়োজিত। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা উপত্যকার হামাসের নজিরবিহীন সন্ত্রাসী হামলার তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শিন বেট।

তবে গত কয়েক মাস ধরে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন যুদ্ধাকালীন মন্ত্রিসভার সঙ্গে শিন বেটের দ্বন্দ্ব চলে আসছিল। তদন্তের গতিপ্রকৃতি ও ফলাফল মন্ত্রিসভার কট্টরপন্থি সদস্যদের প্রত্যাশা পূরণ না করায় ক্ষুব্ধ হয়ে ওঠেন নেতানিয়াহু ও তার সহযোগীরা।

গত ১৬ মার্চ নেতানিয়াহু প্রকাশ্যে বলেন, তিনি অনেক আগেই রোনেনের ওপর আস্থা হারিয়েছেন। তিনি আরও মন্তব্য করেন, রোনেন দায়িত্বে থাকলে সন্ত্রাসবিরোধী অভিযান ও সরকারি নিরাপত্তায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।

পরবর্তীতে নেতানিয়াহু রোনেনকে চাকরিচ্যুত করার উদ্যোগ নিলেও দেশজুড়ে প্রতিবাদ ও সমালোচনার মুখে তা স্থগিত করতে বাধ্য হন। ইসরাইলের সুপ্রিম কোর্টও রোনেনকে বরখাস্তের প্রচেষ্টা স্থগিত করে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, বিক্ষোভ দমন করতে বিক্ষোভকারীদের মধ্যে গুপ্তচর নিয়োগের নির্দেশ দিয়েছিলেন নেতানিয়াহু, কিন্তু রোনেন বার সেই নির্দেশ প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই দুজনের মধ্যে দ্বন্দ্ব প্রকট হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা: শান্তি চান এরদোগান

নিজস্ব প্রতিবেদক: কাশ্মীরের পেহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জনের প্রাণহানির ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরমাণু শক্তিধর দুই প্রতিবেশীর চলমান এই সংঘাত

কাশ্মিরে পর্যটক হত্যা: পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানি মন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। এরই মধ্যে পারমাণবিক

গাজায় ইসরাইলি হামলায় একদিনে নিহত ৫৩ ফিলিস্তিনি

নিজস্ব প্রতিবেদক: গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় একদিনে অন্তত ৫৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা মেডিকেল সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা

কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতার প্রস্তাব, স্বাগত শাহবাজ শরিফের

নিজস্ব প্রতিবেদক: ভারতের জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুক হামলায় ২৬ জন নিহতের ঘটনায় সৃষ্ট ভারত-পাকিস্তান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে ইরান। ইরানের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পাকিস্তানের

Scroll to Top