২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

উজিরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভুয়া ডাক্তার রেজাউল করিমের ১ বছরের কারাদণ্ড

মোঃ মাহফুজুর রহমান মাসুম, উজিরপুর প্রতিনিধিঃ

বরিশালের উজিরপুরে মাদরাসা থেকে দাখিল পাশ করে নিজেকে এমবিবিএস ডাক্তার দাবীকারী রেজাউল করিম কে এক বছরের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একাধিক গনমাধ্যমে সংবাদ প্রচারের পরে ২৯ এপ্রিল মঙ্গলবার উপজেলার সাতলা ইউনিয়নের পশ্চিম সাতলা গ্রামের মায়ের দোয়া ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইনুল ইসলাম খানের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

এর আগে গত ২৭ এপ্রিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রানী মিত্র একটি অভিযান পরিচালনা করেন তাতে বিভিন্ন ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় তাকে।

মাদরাসা থেকে দাখিল পাশ করা সনদবিহীন রেজাউল করিম নিজেকে একজন এমবিবিএস ডাক্তার দাবী করে দীর্ঘদিন পর্যন্ত পশ্চিম সাতলা গ্রামে অপচিকিৎসা করে আসছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, ভুয়া পরিচয়ে তিনি জটিল সব রোগের চিকিৎসা দেন এবং সার্জারিও করেন। তার বিরুদ্ধে একাধিক রোগী ও নার্সকে যৌন হয়রানি, মারধর, সাংবাদিকদের লাঞ্চিত সহ নানা অভিযোগ রয়েছে।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, রেজাউল করিমকে কখনও আবার সুযোগ বুঝে সাংবাদিক পরিচয়, আবার কখনও টেলিভিশন চ্যানেলের মালিক, ঢাকা ও বরিশাল শহর থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক পত্রিকার মালিক-প্রকাশক হিসেবেও পরিচয় দিতেও দেখা গেছে। সর্বশেষে তিনি উজিরপুর উপজেলার পশ্চিম সীমান্তবর্তী ও কোটালীপাড়া উপজেলার পূর্ব-দক্ষিণ সীমান্তের পশ্চিম সাতলা গ্রামে গড়ে তুলেন ‘মায়ের দোয়া ক্লিনিক অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার’। ওই সেন্টারে বসেই বছরের পর বছর ধরে গ্রামগঞ্জের সহজ সরল রোগীদের অপচিকিৎসা করছেন তিনি।

সূত্রে জানা যায়, ওই ক্লিনিকে রোগীদের ভর্তির পরে চিকিৎসা প্রদান বা জটিল অপারেশন করার তথ্য ডায়েরি বা রেজিস্ট্রারে লিপিবদ্ধ করেন না রেজাউল করিম। এতে তার কাজের কোনো প্রমাণ থাকে না। রোগীদেরকেও কোনো প্রমাণপত্র দেওয়া হয় না। এ ছাড়া তার সনদপত্রে লেখা-‘চার্টার অব অল ইন্ডিয়া কাউন্সিল অব ইন্ডো অ্যালোপ্যাথি অ্যান্ড কমপ্লিমেন্টারি মেডিসিন’। কিন্তু অনুসন্ধান করে এই নামে সনদপত্র প্রদানকারী কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি।

উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি মোঃ মাইনুল ইসলাম খান বলেন ‘তিনি ভারতের একটি সনদপত্র দেখিয়েছেন তার কোনো বৈধতা নেই। তার যেহেতু এমবিবিএসের সনদ নেই।

তাই তিনি ভুয়া ও অবৈধ তাউ তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুর সালাম জানান, সর্বপ্রাপ্ত রেজাউল করিমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মোহনগঞ্জ রেলস্টেশন থেকে দুই ছিনতাইকারী আটক

সৈয়দ মাকসুমুল হক চৌধুরী সিয়াম, মোহনগঞ্জ প্রতিনিধি এক শিক্ষার্থীর মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় নেত্রকোনার মোহনগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে তাঁদের

মৌলভীবাজারে পুলিশের চৌকস অভিযানে তছনছ ডাকাত চক্র, উদ্ধার অস্ত্র, স্বর্ণ ও নগদ অর্থ

তরফদার মামুন, মৌলভীবাজার প্রতিনিধি মৌলভীবাজারে সংঘটিত একটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয়

মনোহরদীতে ভয়াবহ ডাকাতি: অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ লুট!

আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর মনোহরদী উপজেলায় ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ২৮ এপ্রিল ২০২৫, সোমবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে একদুয়ারিয়া ইউনিয়নের নোয়াদিয়া

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে হাতিয়ায় মানববন্ধন

মো: দিদার উদ্দিন, হাতিয়া প্রতিনিধিঃ দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মোস্তফা কামালের দায়েরকৃত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নোয়াখালীর

Scroll to Top