আব্দুল মাবুদ মোহাম্মদ ইউসুফ, নরসিংদী প্রতিনিধিঃ
“শিশুর পিতা ঘুমিয়ে আছে সব শিশুরই অন্তরে”—এই গভীর অন্তর্দৃষ্টি-সম্পন্ন বাণীকে উপজীব্য করে বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ, দারুননাজাত তাখসীসি মাদ্রাসা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো এক হৃদয়ছোঁয়া ও অনুপ্রেরণাদায়ী সাপ্তাহিক জলসা। অনুষ্ঠানে দীনি চেতনা, ইসলামী সংস্কৃতি ও প্রতিযোগিতার মাধুর্য্য একসঙ্গে মিলিত হয়ে শিক্ষার্থীদের মাঝে তৈরি করলো নতুন এক জাগরণ।
অনুষ্ঠানের শুরুতেই তিলাওয়াত, হামদ-নাত ও ছাত্রদের বয়ানে মুখরিত হয় মাদ্রাসা প্রাঙ্গণ। নবাগত ছাত্রদের মাঝে ইসলামি শিক্ষা, ক্বিরাত, হাদিস, বক্তৃতা ও সাধারণ জ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখান থেকে সেরা তিন বিজয়ীকে নির্বাচন করা হয়।
প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন:
বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহ দারুননাজাত তাখসীসি মাদ্রাসা শাখার সাধারণ সম্পাদক এইচ এম উসমান গণি, যুগ্ম সাধারণ সম্পাদক ইয়াহইয়া আমিন তাসকিন এবং তামাদ্দুনিক সম্পাদক জুনায়েদ আওরঙ্গজেব।
পুরস্কার বিতরণকালে বক্তারা বলেন, “আজকের এই শিক্ষার্থীরাই আগামী দিনে আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠনের ভিত্তি স্থাপন করবে। তারা শুধু একজন শিক্ষার্থী নয়, বরং দীনের প্রতিনিধিত্বকারী আদর্শ মানব হয়ে উঠবে ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য, তাদের মাঝে ইলম, আমল, আদব ও নেতৃত্বের গুণাবলি গড়ে তোলা।”
অনুষ্ঠানে আরো বলা হয়, “মুফতি আব্দুল লতিফ শেখ ও মুফতি ওসমান গনি সালেহী মা:জি:আ:—যাদের আলোকে আমরা পথ চলি, তাদের উত্তরসূরি হিসেবে এই ছাত্ররাই একদিন জাতিকে নেতৃত্ব দেবে। আজকের এই জলসা সেই পথচলার প্রাথমিক ধাপ।”
অনুষ্ঠান শেষে সম্মানিত শিক্ষকবৃন্দ ছাত্রদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক নসিহত পেশ করেন। ছাত্রদের মাঝে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সবার মাঝে তবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে।