২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা জিলকদ, ১৪৪৬ হিজরি

রাজশাহী কলেজে আরসিবিসি’র উদ্যোগে প্রাইম ব্যাংকের ‘এমপাওয়ারিং ইয়ুথ’ সেমিনার

আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধি

রাজশাহী কলেজ বিজনেস ক্লাবের( আরসিবিসি) উদ্যোগে রাজশাহী কলেজের শিক্ষার্থীদের জন্য প্রাইম ব্যাংকের “Empowering Youth :Engaging & Inspiring Youth in Banking”শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯এপ্রিল) সকাল ১০ টায় রাজশাহী কলেজ মিলনায়তনে সেমিনারটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরসিবিসি’র সভাপতি মোঃ নাজমুল হাসান।অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইটি সেক্রেটারি মোঃ সাখাওয়াত হোসেন।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।

প্রধান অতিথি বক্তব্য প্রদানে বলেন, ‘দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ বরাবরই তার সুনাম ধরে রেখে চলেছে। আমরা আমাদের শিক্ষার্থীদের একাডেমিক সিলেবাসের বাহিরে নিজস্ব অর্থায়নে বিভিন্ন ক্লাব পরিচালনায় সহায়তা করে থাকি যা আমাদের শিক্ষার্থীদের অন্যান্য কলেজগুলো থেকে দক্ষতায় কয়েক ধাপ এগিয়ে রাখে। ‘

তিনি আরও বলেন,’আমরা বর্তমানে শিক্ষার্থীদের দক্ষতা অর্জনে আইসিটি কোর্স, ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনে বিশেষ কোর্সসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় প্রশাসনিক ভাবে সহযোগিতা করে যাচ্ছি যার ফলস্বরূপ আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন সেক্টরে প্রতিনিয়ত তাদের সফলতা অর্জনে অবদান রেখে চলেছে। তিনি শিক্ষার্থীদের প্রতি আশা ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে রাজশাহী কলেজের শিক্ষার্থীরা তাদের এই সফলতা ধরে রাখবে এবং দেশসেরা কলেজ হিসেবে রাজশাহী কলেজ কে দেশের সামনে তুলে ধরবে।’

এসময় বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মোঃ সেরাজ উদ্দীন ও আরসিবিসি’র প্রধান উপদেষ্টা ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক প্র.মোঃ গোলাম রাব্বানী।

উক্ত সেমিনারে ‘Youth Engaging and empowering ‘ব্যাংকিং শীর্ষক আলোচনা করেন প্রাইম ব্যাংকের নর্থ রিজিওনাল হেড মোঃ আব্দুল হালিম, ঢাকা হেডকোয়ার্টারের কনজিউমার এন্ড এসএমই ব্যাংকিং বিভাগের এসইভিপি এন্ড লিয়াবিলিটি হেড মোছাঃ শায়লা আবেদীন ও এসভিপি এন্ড হেড ফাইনান্সিয়াল ইন্ক্লুশন এন্ড স্কুল ব্যাংকিং মোঃ এম এম মাহবুব হাসান

একজন শিক্ষার্থীর স্কিল ডেভেলপমেন্ট বাড়ানোর জন্য ডিজিটাল ব্যাংকিং সেক্টরের কার্যকারীতা,সম্ভাবনা নিয়ে তারা আলোচনা করেন।এছাড়াও ব্যাংকিং ক্যারিয়ারের পথচলা ও প্রস্তুতির কৌশল নিয়ে বিস্তারিত কথা বলেন তারা।শিক্ষার্থীদের জন্য এই সেক্টরের বাস্তব অভিজ্ঞতা ও প্রাসঙ্গিক দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন তারা।এছাড়াও ছিল চমকপ্রদ প্রশ্নোত্তর পর্ব যার মাধ্যমে উঠে আসা অজানা বিষয়গুলো ভবিষ্যতে শিক্ষার্থীদের ব্যাংকিং সেবা ও এর প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের অনুপ্রেরণা জোগাতে গুরুত্বপূর্ণ প্রভাব রাখবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

গবেষণা প্রকল্প সেমিনার অনুষ্ঠিত হলো নজরুল বিশ্ববিদ্যালয়ে

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি: ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজের গবেষণা প্রকল্পসমূহের অগ্রগতি নিয়ে গবেষণাপ্রকল্প সেমিনার ২০২৫

আবু সাঈদ হত্যায় জড়িত থাকার অভিযোগ, রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর হলের আসন বাতিল

মাসফিকুল হাসান, বেরোবি প্রতিনিধি: রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীর হলের সিট বাতিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জবির ফিন্যান্স ক্লাবের উদ্যোগে মানসিক স্বাস্থ্যবিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত

ইমতিয়াজ উদ্দিন, জবি প্রতিনিধি: ‎বর্তমানে বিশ্বে মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে, যা ব্যক্তি জীবনের নানা ক্ষেত্রে সুস্পষ্ট প্রভাব ফেলছে। বিশেষ করে

রাজশাহী কলেজ অধ্যক্ষের কাছে ছাত্রদলের ৯ দফা

আবু রায়হান, রাজশাহী কলেজ প্রতিনিধিঃ রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাসের সাধারণ শিক্ষার্থীদের ৯ দফা দাবির ভিত্তিতে কলেজ অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে রাজশাহী কলেজ ছাত্রদল। সোমবার

Scroll to Top