আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি
উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি ভূজপুর থানার হেয়াকো সিকদারখীল এলাকার কুখ্যাত সন্ত্রাসী, ইয়াবা সম্রাট, বনখেকো ও চাঁদাবাজ কোরবান আলী ওরফে কোরবান আলী সওদাগর বর্তমানে এলাকায় অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এক সময় সামান্য চা বিক্রেতা হিসেবে জীবিকা নির্বাহ করলেও গত ১৭ বছরে আওয়ামী ফ্যাসিস্ট চক্রের ছত্রছায়ায় নানা অপকর্মের মাধ্যমে কোটি কোটি টাকার মালিক বনে গেছে সে।
অবৈধ কোনো কাজ নেই যা বিগত ১৭ বছরে কোরবান আলী করেনি। বৈধ ব্যবসা-বাণিজ্য না থাকলেও ইয়াবা কারবার, নারী পাচার, চাঁদাবাজি, সরকারি বনজ সম্পদ দখল, লুটপাটসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়ে উঠেছে এই ব্যক্তি।
স্থানীয় সূত্র জানায়, কোরবান আলী হচ্ছে হেয়াখোর এলাকার আরেক কুখ্যাত চোরাকারবারি ও সন্ত্রাসী মজু কোম্পানির বেয়াই। মজু কোম্পানির নাম ভাঙিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে সে। সরকার পরিবর্তনের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও সম্প্রতি প্রশাসনের চোখের সামনে আবারও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে কোরবান আলী। পুরনো কায়দায় অপরাধ জগৎ চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে।
এদিকে, স্থানীয় এলাকাবাসী অপরাধের এই স্বর্গরাজা কোরবান আলীকে দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।