মোঃ বাদশা প্রামানিক নীলফামারী প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে সাবেক সাংসদ নীলফামারী-১ ও নীলফামারী জেলা বিএনপি সভাপতি ইঞ্জিনিয়ার সাহরিন ইসলাম চৌধুরী তুহিনেরমুক্তির দাবিতে ডিমলায় ব্যাপক বিক্ষোভ
করেছে ডিমলা উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নীলফামারীর ডিমলা উপজেলা বিএনপি উপজেলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিমলা শুটিবাড়ি মোড়ের স্মৃতি অম্লানের সামনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, খগাখরিবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি সামিউল ইসলাম লেলিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার, সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম সেলিম, সিনিয়র যুগ্ন আহবায়ক আবু বক্কর সিদ্দিক, সদর ইউনিয়ন যুবদল সভাপতি সোহাগ খান লোহানী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজানুর রহমান সবুজ, সদস্য সচিব আলমগীর কবির প্রিন্স, উপজেলা হিন্দু-বৌদ্ধ ঐক্য পরিষদের আহবায়ক বাবু উৎপল কান্তি সিং, সদস্য সচিব বাবু জ্যোতি চন্দ্র রায়, ছাত্রদলের জেলা কমিটির সাবেক সদস্য সেলিম ইসলাম সাগর, ইসলামিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক প্রিন্স লেমন প্রমুখ।
বক্তারা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানিয়ে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দায়েরকৃত মিথ্যা ও ভুয়া মামলায় গ্রেফতার করে সরকার আমাদের কি মেসেজ দিতে চাচ্ছো। প্রয়োজনে গণআন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রিয় মাটি ও মানুষের নেতা তুহিন ভাইয়ের মুক্তি নিশ্চিত করবো।তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মুক্তির দাবি জানান এবং হুঁশিয়ারি দেন, দাবি আদায় না হলে নীলফামারী জেলায় বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে।