আসগর সালেহী, চট্টগ্রাম প্রতিনিধি:
১৯৯১ সালের ২৯ এপ্রিলের ভয়াবহ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে নিহতদের স্মরণে বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেল ৫টায় আন্দরকিল্লা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোকমান মিয়া এবং পরিচালনা করেন সাংবাদিক রতন বড়ুয়া।
প্রধান অতিথি ছিলেন ফোরামের কেন্দ্রীয় মহাসচিব ও দৈনিক প্রথম সূর্যোদয়-এর বিভাগীয় ব্যুরোপ্রধান আকতার উদ্দিন রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবদুল্লাহ বাহার, সাহেদুর রহমান মোরশেদ, বিজন কুমার সিংহ, শিরিন আকতার, রফিকুল ইসলাম, মিলন বৈদ শুভ, জসিম উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, ২৯ এপ্রিল শুধু তারিখ নয় — এটি বাংলাদেশের ইতিহাসে বেদনার এক ভয়াল অধ্যায়। এ দিনটি থেকে শিক্ষা নিয়ে দুর্যোগ ব্যবস্থাপনায় আরও সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
আলোচনা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।