২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্র, দুই ইউক্রেনীয় কর্নেল আটক

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগে ইউক্রেনের দুই নিরাপত্তা বাহিনীর সদস্যকে আটক করা হয়েছে। পদমর্যাদায় তারা কর্নেল। দেশটির নিরাপত্তা সার্ভিস (এসবিইউ) এ তথ্য জানিয়েছে।

এসবিইউ জানায়, ইউক্রেন সরকারের প্রটেকশন ইউনিটের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। রাশিয়ার কাছে গোপন নথি ফাঁসেরও অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। রাশিয়ার নিরাপত্তা বাহিনীর (এফএসবি) অধীনে থাকা একটি নেটওয়ার্কের সন্ধান পাওয়ার পর তাদের আটক করা হয়।

এসবিইউ জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার পরিকল্পনা নস্যাৎ করা হয়েছে।

এফএসবি-এর প্রধান কাজ হলো জেলেনস্কির নিরাপত্তাকর্মীদের ঘনিষ্ঠ এমন সামরিক বাহিনীর সদস্যদের টার্গেট করা। পরবর্তীতে তাদের দিয়ে জেলেনস্কিকে জিম্মি করে হত্যা করা।

এসবিইউ-এর প্রধান ভ্যাসিল মালিউক ও ইউক্রেনের ডিফেন্স ইন্টেলিজেন্সের প্রধান কিরিলো বুদানভসহ অন্যান্য সিনিয়র কর্মকর্তাদেরও লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে জানানো হয়।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। এরপর বেশ কয়েকবার ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করা হয়।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার

শ্বেতপত্র সংক্রান্ত কমিটির প্রধান বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য নেতৃত্বাধীন কমিটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ

আওয়ামী লীগ সরকার পতনের আগেও ৬০ হাজার কোটি টাকা ছাপে

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, পতনের আগেও পাচারের জন্য ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছে শেখ হাসিনা সরকার। এস আলমকে টাকা পাচারের সুযোগ করে

লাউড স্পিকারে আজান দেওয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসরাইল

ইসরাইলের মসজিদগুলোতে লাউড স্পিকারে আজান না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় নিরাপত্তামন্ত্রী কট্টর ডানপন্থি নেতা ইতামার বেন গিভি এ নির্দেশ দেন। খবর টাইমস অব ইসরাইলের। এক্সে

বিদেশি কূটনীতিকদের আজ ব্রিফ করবেন পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ঢাকায় বিভিন্ন দেশের মিশনে দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের ব্রিফ করবেন । পররাষ্ট্র মন্ত্রণালয়ের আয়োজনে আজ (২ ডিসেম্বর) বিকালে রাষ্ট্রীয়

Scroll to Top