অষ্টম শ্রেণি পর্যন্ত অবৈতনিক বা স্বল্প বেতনে শিক্ষার সুযোগ সম্প্রসারিত করতে পারলে বাংলাদেশে বাল্যবিয়ের হার কমবে বলে মনে করেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) ঢাকায় নিযুক্ত আবাসিক প্রতিনিধি ক্রিস্টিন ব্লখুস।
বুধবার (৮ মে) শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এ কথা জানান। ক্রিস্টিন ব্লখুসের নেতৃত্বে ইউএনএফপিএর প্রতিনিধিদল এ মতবিনিময়ে অংশ নেয়।
মতবিনিময়ে ক্রিস্টিন ব্লখুস বলেন, নিম্ন মাধ্যমিক স্তর পর্যন্ত অবৈতনিক বা স্বল্প বেতনে শিক্ষার সুযোগ সম্প্রসারিত করা হলে বাংলাদেশে বাল্যবিয়ে কমে আসবে। একই সঙ্গে নারী-পুরুষের জীবনযাত্রার মান আরও বাড়বে। টেকসই উন্নয়নের পথ আরও সুগম হবে। এক্ষেত্রে প্রয়োজনে ইউএনএফপিএ সরকারকে সহযোগিতা করবে।
ইউএনএফপিএর প্রতিনিধি দলের সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেওয়া উদ্যোগ কার্যকর হওয়ায় শিক্ষার্থীদের বিদ্যালয়ে অংশগ্রহণ বেড়েছে। বাল্যবিয়ের সংখ্যা কমেছে। বাধ্যতামূলক ন্যূনতম বিদ্যালয়ে পাঠদানের বয়স নিম্নমাধ্যমিক করতে পারলে অনেক অর্জন আরও সহজ হবে। স্মার্ট প্রজন্ম তৈরির পথ সুগম হবে বলেও মতামত দেন প্রতিনিধিদলের সদস্যরা।