অস্ত্র বহনকারী একটি ইসরায়েলগামী জাহাজকে স্পেন নিজেদের বন্দরে নোঙর ফেলতে দেয়নি। মারিয়ান ড্যানিকা নামের একটি জাহাজ ২১ মে দেশটির দক্ষিণ-পূর্ব কার্টেজেনা বন্দরে নোঙর ফেলার অনুমতি চেয়েছিল। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। খবর পার্স টুডের
তিনি বলেন, ‘আমরা জাহাজটি শনাক্ত করেছি। এটিকে নোঙর ফেলার অনুমতি দিতে অস্বীকৃতি জানিয়েছি। আমি আপনাদের বলতে পারি, স্প্যানিশ বন্দরে নোঙর ফেলতে চায় এমন ইসরায়েলি অস্ত্র ও অস্ত্রের কার্গো বহনকারী যেকোনও জাহাজের ক্ষেত্রে আমরা একই নীতি অনুসরণ করবো।’
অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে সব ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে স্পেন। এই নীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই স্প্যানিশ বন্দরগুলোতে ইসরায়েলগামী কোনও অস্ত্রের জাহাজের নোঙর ফেলা নিষিদ্ধ করেছে দেশটি।