দেশে থাকতেই বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ জার্সি উম্মোচন করার কথা ছিল। কিন্তু সেটি হয়নি। এরপর যুক্তরাষ্ট্রে গিয়েও আগেভাগে উম্মোচিত হয়নি লাল-সবুজের সংমিশ্রণে নতুন সংস্করণের জার্সি।
অবশেষে বাংলাদেশ সময় আজ সোমবার ভোরে বহুল আকাঙ্ক্ষিত জার্সি ক্রিকেটভক্তদের সম্মুখে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিন সকালে বিসিবির অফিসিয়াল ফেসবুকে পেজে বিশ্বকাপের জার্সি প্রদর্শন করা হয়।
বিসিবির সেই পোস্টে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বাংলাদেশের ক্রিকেটভক্তরা।
একে তো দেরি করে উম্মোচন করা হয়েছে জার্সি। তার উপর যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে সিরিজ হার। দুই মিলিয়ে বাংলাদেশের দলের উপর ক্ষোভ ক্রিকেটভক্তদের। যে কারণে অধিকাংশই নাজমুল হোসেন শান্তর দলের সমালোচনা করেছেন। কেউ কেউ কথা বলেছেন জার্সির ডিজাইন নিয়ে।