২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

তৃণমূলের মমতার কাছে ‘ধরাশায়ী’ বিজেপি

পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদির বিজেপির উত্থানের আভাস দেওয়া হয়েছিল ভারতের লোকসভা নির্বাচনের বুথফেরত জরিপে, ভোট গণনা শুরুর পর তারই প্রতিধ্বনি শোনা যাচ্ছিল, তবে বেলা গড়ানোর পর আটকে রাখা শ্বাস ফেলার ফুরসৎ মিলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের কর্মীদের।

মঙ্গলবার (৪ জুন) দুপুর ২টা ২৫ মিনিট পর্যন্ত ঘোষিত প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে, এ রাজ্যের ৪২টি আসনে মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারে থাকা তৃণমূল এগিয়ে আছে ৩০টি আসনে। আর ভারতের ক্ষমতাসীন দল বিজেপি এগিয়ে আছে ১১টি আসনে। অন্য একটি আসন পেয়েছে কংগ্রেস। পশ্চিমবঙ্গের ৪২ আসনে এবার প্রার্থী হয়েছিলেন ৫০৭ জন।

অথচ সকাল ৮টায় গণনা শুরুর পর হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছিল। এক পর্যায়ে বিজেপির এগিয়ে যাওয়ার খবর দিচ্ছিল আনন্দবাজার। তখন তৃণমূল ১০ আসনে এবং বিজেপি ১৩ আসনে এগিয়ে ছিল।

তবে ঘণ্টা তিনেক পর তৃণমূলের এগিয়ে থাকার বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়ে যায়।

পশ্চিমবঙ্গে লোকসভার ৪২টি আসনের মধ্যে ২০১৯ সালের নির্বাচনে তৃণমূল ২২টি এবং বিজেপি ১৮টি আসন পায়। এবারের নির্বাচনে মমতার রাজ্যে নিজেদের নিয়ন্ত্রণ বাড়াতে নানাভাবে চেষ্টা করেছে মোদির বিজেপি। অন্যদিকে তৃণমূলও নিজেদের কর্তৃত্ব ধরে রাখতে মরিয়া।

পুরো বাংলায় প্রচারণার সময় নরেন্দ্র মোদি এবং অন্যান্য বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের দিকেই নজর রেখেছিলেন। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কয়লা ও গবাদি পশু পাচারের অভিযোগ তুলে দলের কয়েকজন নেতা কারাগারে থাকার ব্যাপারগুলো নিজেদের প্রচারণার হাতিয়ার হিসেবে ব্যবহারের চেষ্টা করেছিল।

সাত ধাপের ভোটের শেষ ধাপে শনিবার পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়। অন্তত পাঁচটি সংস্থার বুথফেরত জরিপে বলা হয়, এ রাজ্যে বিজেপির কাছে ২ থেকে ৭টি আসন হারাতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।

এ খবর ছড়িয়ে পড়লে উচ্ছ্বাসে মেতেছিলেন পশ্চিমবঙ্গ বিজেপির নেতাকর্মীরা। এক্সিট পোলের ফলাফলকে মমতার জনপ্রিয়তা কমার ‘প্রমাণ’ হিসেবে দেখাচ্ছিলেন কেউ কেউ।

অবশ্য তাতে মমতার আত্মবিশ্বাসে চিড় ধরেনি। বুথফেরত জরিপের আভাস আমলে নিচ্ছেন না জানিয়ে তিনি বলেছিলেন, “আমরা দেখেছি ২০১৬, ২০১৯ এবং ২০২১ সালে কীভাবে এক্সিট পোল করা হয়েছিল। কোনো ভবিষ্যদ্বাণীই সত্য বলে প্রমাণিত হয়নি। সংবাদমাধ্যমের খোরাক হিসেবে দুই মাস আগে কিছু মানুষ ঘরে বসে তৈরি করেছে এসব কেন্দ্রফেরত জরিপ। এগুলোর কোনো মূল্য নেই।”

বাম এবং কংগ্রেস জোটের সঙ্গে যারা নির্বাচনে গিয়েছিলেন, তারা ২০১৯ সালের চেয়ে খারাপ অবস্থানে নির্বাচন শেষ করলেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

২১ আগস্ট গ্রেনেড হামলায় তারেক রহমানসহ সব আসামি খালাস

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামিকে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের

কলকাতায় বাংলাদেশের পতাকা অবমাননার ঘটনায় ঢাকার নিন্দা

ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বিক্ষোভে বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয়

হাসিনার পতনের পর ইসকন কেন প্রতিবাদ-আন্দোলন করছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ইসকনকে উদ্দেশ্য করে বলেছেন, একটা সংগঠন সম্প্রতি যা করছে, আমি তাদের নামও নিতে চাই না। দুনিয়ার বিভিন্ন

মাহমুদ আব্বাস উত্তরসূরির নাম ঘোষণা করলেন

সেই ২০০৫ সাল থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ৮৯ বয়সী মাহমুদ আব্বাস। এই অবস্থায় বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। কোনো কারণে তার মৃত্যু

Scroll to Top