৭ পাকিস্তানি সেনা আফগান সীমান্তের কাছে বোমা হামলার ঘটনায় নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার আফগান সীমান্তের কাছে অবস্থিত পাকিস্তানের উত্তর–পশ্চিমাঞ্চলে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালানো হয়। পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের লাক্কি মারওয়াত জেলায় একটি উন্নত বিস্ফোরক ডিভাইসের দিয়ে হামলা চালানো হয়। এতে ছয়জন সেনা সদস্য এবং এক সেনা কর্মকর্তা নিহত হন। সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
লাক্কি মারওয়াতের এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেন, বিস্ফোরণের ঘটনায় সেনাবাহিনীর গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
তিনি বলেন, আমরা খবর পেয়েছি যে, বিস্ফোরণের পর ওই গাড়িতে আগুন ধরে গেছে। তবে ওই কর্মকর্তা নিজের পরিচয় প্রকাশ করেননি।
পার্বত্য খাইবার পাখতুনখোয়া প্রদেশে দীর্ঘদিন ধরেই পাকিস্তানি তালেবান এবং জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীর স্থানীয় শাখার সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে।
খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসী হামলায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লাক্কি মারওয়াত জেলা। রোববারের হামলার ঘটনায় এখনো কোনো গোষ্ঠী দায় স্বীকার করেনি।