২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সঞ্জনা জাটভ: ভারতের সর্বকনিষ্ঠ এমপি হলেন গৃহবধূ

ভারতের রাজস্থানের রাজধানী জয়পুর থেকে প্রায় ১৬০ কিলোমিটার দূরে আলওয়ার জেলার ভরতপুর লোকসভা আসন থেকে সদ্য নির্বাচিত সংসদ সদস্য সঞ্জনা জাটভের। দেশের সবথেকে কম বয়সী সংসদ সদস্য হওয়ায় ফল ঘোষণার পর থেকেই খবরের শিরোনামে উঠে এসেছেন।

তার তরুণ বয়স এবং রাজনীতিতে তেমন একটা অভিজ্ঞতা না থাকায় ভরতপুরের উন্নয়নও বাধার সম্মুখীন হতে পারে, এরকম একটা আশঙ্কা নিয়ে আলোচনা চলছে। তবে সঞ্জনা জাটভ আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, “আমি ভরতপুরকে উন্নয়নের নতুন দিশা দেখাব।

ভরতপুর আনন্দনগর কলোনির রমেশ চাঁদ সমুচী গ্রামে এসেছিলেন সেখানে তার এক পরিচিতের বাড়িতে। গ্রামের একটি দোকানে বসে তিনি বলছিলেন, উনি তো আগেই রাজনীতিতে এসে গেছেন। তিনি জেলা পরিষদের সদস্যও ছিলেন আবার বিধানসভায় প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। তাই তার রাজনৈতিক জ্ঞান ভালই আছে। আবার জনসমর্থনও রয়েছে তাই আমাদের আশা যে উন্নয়নের কাজ ভালই হবে।

তবে ভরতপুরের প্রাক্তন বিজেপি এমপি ও এবারের পরাজিত প্রার্থী রামস্বরূপ কোলি সঞ্জনা জাটভের অভিজ্ঞতা সম্পর্কে প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছেন, অভিজ্ঞতা তো সময়ের সঙ্গে সঙ্গে তৈরি হবে। তবে যে সমস্যাগুলো আছে সেগুলো তাদের উত্থাপন করতে হবে। বিরোধী দলে থেকে উন্নয়নের কাজ করা যাবে না। আমি ভরতপুরের এমপি ছিলাম। কেন্দ্রে যখন ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত তখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, আমার কোনও কাজই করতে দেওয়া হয় নি তখন।

লোকসভা নির্বাচনের তিন দিন আগে ২৬ বছরে পা দিয়েছেন সঞ্জনা জাটভ। এর আগে রাজস্থানের কংগ্রেস নেতা শচীন পাইলট ২৬ বছর বয়সেই সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সবথেকে কম বয়সী এমপি হওয়ার রেকর্ডটি এতদিন তারই দখলে ছিল।

সঞ্জনা জাটভ বলছিলেন, দুটি রেকর্ডেই নিজের জায়গায় থাকবে।

সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে শচীন পাইলট বলেন, আমিও ২৬ বছর বয়সে সংসদ সদস্য হয়েছিলাম। এখন সঞ্জনা আমার থেকেও কম বয়সে এমপি হয়েছেন। এইসব রেকর্ড তো গড়েই ওঠে অন্য কেউ তা ভাঙ্গবে, তার জন্যই। আমি খুশি যে দলিত, দরিদ্র পরিবারের এক নারী সংসদ সদস্য হয়েছেন।

 

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

মাহমুদ আব্বাস উত্তরসূরির নাম ঘোষণা করলেন

সেই ২০০৫ সাল থেকে ফিলিস্তিনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ৮৯ বয়সী মাহমুদ আব্বাস। এই অবস্থায় বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন তিনি। কোনো কারণে তার মৃত্যু

মিয়ানমার জান্তাপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংয়ের বিরুদ্ধে রোহিঙ্গা সংখ্যালঘুদের ওপর সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে

পাকিস্তানে শিয়া-সুন্নি দাঙ্গায় নিহত বেড়ে ১১০ 

পাকিস্তানের কুররাম জেলায় জাতিগত দাঙ্গায় নিহতের সংখ্যা বেড়ে ১১০ জনে দাঁড়িয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার (২৯ নভেম্বর) জিও নিউজ এই তথ্য জানিয়েছে । জিও

আবার উত্তপ্ত ভারতের মণিপুর

ভারতের মণিপুর রাজ্যে সেনাবাহিনীর একজন ঠিকাদারকে ২৪ ঘণ্টা ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মণিপুরের পশ্চিম ইম্ফল জেলায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। কারণ,

Scroll to Top