অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের কমান্ডার মোহাম্মদ জাবের আবদো নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি। সোমবার (১০ জুন) এক বিবৃতিতে হামাস জানিয়েছে, রামাল্লার কাছের একটি গ্রামে তাদের ওই কমান্ডারসহ চার যোদ্ধা নিহত হয়েছেন। পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তরের কাছেই ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয়।
গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই পশ্চিম তীরে সহিংসতা বেড়েছে। বিশেষ করে সহিংস বিক্ষোভ ও ইসরায়েলি গ্রেপ্তার অভিযানের সময় সংঘর্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে ৫৩০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে, রামাল্লার কাছাকাছি একটি ইহুদি বসতিতে হামলায় অভিযুক্ত এক সন্দেহভাজনকে খুঁজে বের করেছে তারা।
এছাড়া রাফাহ শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে চার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী।