লালমনিরহাটের কালীগঞ্জে সামছুল হক (৩৫) নামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়েছে। নিহত সামছুল হক ওই এলাকার মৃত বদিউজ্জামানের ছেলে। তিনি পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন।
শুক্রবার (২৮ জুন) দুপুরে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে ঘটে এ ঘটনা।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির এক ঘর থেকে অন্য ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় সামছুল হকের শরীরে তার ছিঁড়ে পড়ে। এতে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে তা তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।