যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনের সরে দাঁড়ানোর আহ্বান আরও জোরালো হচ্ছে। এবার প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ডও তাকে স্বেচ্ছায় সরে যেতে আহ্বান জানিয়েছে। এটিই তার দেশসেবা হবে বলেও মন্তব্য করা হয়েছে।
আনাদোলু এজেন্সি, রয়টার্স ও সিএনএনের প্রতিবেদনে বলা হয়, আসন্ন নির্বাচনে তাকে সরে দাঁড়িয়ে অন্য ডেমোক্র্যাটকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমসের সম্পাদকীয় বোর্ড। কারণ, বাইডেনের শারীরিক অবস্থা লড়াই করার মতো নয়। তিনি সরে গেলে চ্যালেঞ্জের মুখে পড়বেন ট্রাম্প। অন্যথায় ট্রাম্পের সঙ্গে লড়াই করার যোগ্যতা বাইডেনের নেই।
বাইডেনকে পত্রিকাটির সম্পাদকীয় বোর্ড বলেছে, প্রেসিডেন্ট বাইডেন ও ট্রাম্পের মধ্যে বৃহস্পতিবারের বিতর্ক প্রমাণ করেছে যে ৮১ বছর বয়সী বাইডেন ‘নিজের পরীক্ষায় ব্যর্থ’ হয়েছেন। বাইডেন এখন সবচেয়ে বড় যে জনসেবা করতে পারেন তা হলো ঘোষণা করা যে, তিনি আর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন না।’
নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম বিতর্কে ধরাশায়ী হওয়ার পর জো বাইডেনের এ ধরনের আহ্বানের মুখে পড়ছেন।অনেকে সরাসরি তাকে দুর্বল বলে আখ্যায়িত করছেন। এমনকি তার নিজ দল ডেমোক্র্যাটের কর্মীরাও হতাশ।