ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলের বসবাসকারীদের এলাকা ছাড়ার আদেশ দিয়েছে। দেশটির এমন আদেশ নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। ইসরায়েলের এ আদেশের ফলে গত অক্টোবরের পর এটি হলো সবচেয়ে বেশি সংখ্যক মানুষের বাস্তুচ্যুত করার আদেশ।
মঙ্গলবার (০২ জুলাই) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ফিলিস্তিনে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ওসিএইচএর তথ্যমতে, ইসরায়েলের এ আদেশে দেওয়ার সময় এলাকাটিতে প্রায় আড়াই লাখ বসবাস করতেন।
এক সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিখ বলেন, খান ইউনিস ও রাফাহর ১১৭ বর্গকিলোমিটার এলাকা খালি করার আদেশে দিয়েছে ইসরায়েল। এ আদেশের ভুক্তভোগী হয়েছে গাজার এক তৃতীয়াংশ মানুষ। ফলে হাজার হাজার লোক ক্ষতির মুখে পড়েছে।
স্টিফেন ডুজারিখ বলেন, গাজা থেকে আমাদের সহকর্মীদের প্রাপ্ত তথ্যমতে ইসরায়েলের সর্বশেষ উচ্ছেদ আদেশের প্রভাব নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ আদেশের ফলে এমন অনেক লোক বাস্তুচ্যুত হয়েছেন যারা গত ৯ মাস ধরে বারবার উচ্ছেদের শিকার হয়ে আসছেন।
তিনি বলেন, এসব এলাকায় বসবাসকারীরা এখন এমন সব এলাকায় পুনর্বাসিত হচ্ছেন যেখানে বেছে নেওয়ার মতো কিছু নেই। নতুন এ আদেশের আওতাভুক্ত এলাকায় ৯০টির বেশি স্কুল রয়েছে। এসব স্কুলের বেশিরভাগে বাস্তুচ্যুত লোকেরা বসবাস করছেন। এ ছাড়া এলাকাটিতে ৪টি চিকিৎসাকেন্দ্রও রয়েছে।