স্বাগতিক শ্রীলঙ্কা ডাম্বুলায় নারী টি-টোয়েন্টি এশিয়া কাপের ফাইনালে ভারতকে ৮ উইকেট আর ৮ বল হাতে রেখে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। লঙ্কান মেয়েরা এবারই প্রথমবার এশিয়া কাপের শিরোপা জিতলো।
ভারত টস জিতে ব্যাট করতে নেমে স্মৃতি মান্ধানার হাফসেঞ্চুরিতে ভর করে ৬ উইকেটে ১৬৫ রানের বেশ চ্যালেঞ্জিং সংগ্রহই দাঁড় করিয়েছিল। মান্ধানা ৪৭ বলে ১০ বাউন্ডারিতে খেলেন ৬০ রানের ইনিংস।
শেষদিকে জেমিমাহ রদ্রিগেজ ১৬ বলে ২৯ আর রিচা ঘোষ খেলেন ১৪ বলে ৩০ রানের ঝোড়ো ইনিংস।
জবাবে শুরুতেই বিস্মি গুনারত্নে ১ রান করে রানআউটের কবলে পড়লেও জয় পেতে কষ্ট হয়নি শ্রীলঙ্কার। অধিনায়ক চামারি আত্তাপাত্তু আর হর্ষিতা সামারাবিক্রমা দ্বিতীয় উইকেটে ৮৭ রানের জুটি গড়ে দেন।
৪৩ বলে ৬১ করে আউট হন আতাপাত্তু। এরপর কভিষা দিলারিকে নিয়ে বাকি পথ সহজেই পাড়ি দেন সামারাবিক্রমা। ৫১ বলে ৬ চার আর ২ ছক্কায় ৬৯ রানে অপরাজিত থাকেন তিনি। দিলারি অপরাজিত থাকেন ১৬ বলে ৩০ রানে।