রাশিয়া – ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করা আরও এক ভারতীয় নিহত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত পঞ্চম ভারতীয় নাগরিকের মৃত্যু হলো।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মাসে মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করেছেন। সেইসময় পুতিন ভারতীয়দের ফেরত পাঠানোর আশ্বাস দেন।
নিহতের ভাই অজয় ফোনে এএফপি’কে জানান, ২২ বছর বয়সী রবি মউন প্রাইভেট রিক্রুটিং এজেন্টের মাধ্যমে পরিবহনে চাকরির প্রতিশ্রুতি পাওয়ার পর গত জানুয়ারিতে রাশিয়া যায়। কিন্তু পরে তাকে অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হয় এবং মার্চে ইউক্রেনের সঙ্গে সীমান্তে যুদ্ধে যোগ দিতে বাধ্য করা হয়।
অজয় বলেন, ‘রবির সঙ্গে যোগাযোগ হারিয়ে ফেলার পর আমি মস্কোতে ভারতীয় দূতাবাসে যাই এবং তারা আমাদের জানায়, আমার ভাই মারা গেছে।’
তিনি আরও বলেছেন, তার ভাই একবার সীমান্ত থেকে ফিরে এসেছিল কিন্তু পরে আবার যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়। তবে কখন তিনি মারা গেছেন তা স্পষ্ট নয়।
বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হয়ে হাজার হাজার বিদেশি যুদ্ধ করছে। তাদের মধ্যে শত শত ভারতীয় রয়েছে। মস্কো তার বাহিনীকে শক্তিশালী করার জন্য ভারতীয়দের নিয়োগ করেছে এবং দিল্লি তাদের ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে।