২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

ফেসবুক-টিকটকসহ সকল সোশ্যাল মিডিয়া বিকেলে খুলছে: আইসিটি প্রতিমন্ত্রী

ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ বন্ধ থাকা সব সামাজিক যোগাযোগমাধ্যম বাংলাদেশের সংবিধান ও নিজেদের কমিউনিটি গাইডলাইন মেনে চলার প্রতিশ্রুতি দেওয়ায় খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর আগে আইসিটি প্রতিমন্ত্রী সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মেটার চারটি প্ল্যাটফর্মের (ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও মেসেঞ্জার) এবং টিকটকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে শেষে ব্রিফিংয়ে জুনাইদ আহমেদ পলক বলেন, আজকে আমরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে বিটিআরসিতে ডেকেছিলাম। সশরীরে আসতে না পারায় মেটার চারটি প্ল্যাটফর্ম অর্থাৎ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ম্যাসেঞ্জারের পক্ষ থেকে মেটার প্রতিনিধি রেজান সারোযার ভার্চুয়ালি অংশ নেন। আর টিকটকের প্রতিনিধি সাইদুর রহমান সশরীরে অংশ নেন। তবে ইউটিউবের পক্ষ থেকে বুধবার রাতে ই-মেইল করে সময় চাওয়া হয়েছে।

আইসিটি প্রতিমন্ত্রী বলেন, আমরা প্রেজেন্টেশনের মাধ্যমে তাদের দেখিয়েছি কীভাবে তারা নিজরাই নিজেদের গাইডলাইন মানছেন না। সেগুলো দেখে তারা আমাদের আশ্বস্ত করেছেন, ভবিষ্যতে তারা এগুলো মেনে চলবে। বাংলাদেশের সংবিধান এবং তাদের যে কমিউনিটি গাইডলাইন রয়েছে, তা অনুসরণ করার প্রতিশ্রুতি দেওয়ায় আমরা সামাজিক যোগাযোগমাধ্যমগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এ বৈঠকের পরই ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারসহ সব মাধ্যম খুলে দেওয়া হবে।

guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

এই বিভাগের আরও খবর

ওপেনএআই বিনিয়োগে করছে না অ্যাপল!

ওপেনএআই সংস্থায় বিনিয়োগের আলোচনা থেকে হুট করেই পিছিয়ে যাওয়ার কথা ভাবছে অ্যাপল। ওয়াল স্ট্রিট জার্নালের খবরে প্রকাশ, চ্যাটজিটিপি উন্মোচনের পর থেকেই ওপেনএআই নিয়ে প্রযুক্তি উদ্ভাবকরা

স্বজনপ্রীতির কারণে হাইটেক পার্ককে ব্যর্থ খাতে পরিণত করা হয়েছে: শীষ হায়দার চৌধুরী

বিগত সরকারের আমলে স্বজনপ্রীতির কারণে হাইটেক পার্ককে ব্যর্থ খাতে পরিণত করা হয়েছে বলে অভিযোগ করেছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী। রাজধানীর

ফেসবুকে BMW ট্যাগ কেন ভাইরাল

সম্প্রতি ফেসবুক ফিড স্ক্রল করার সময় ‘Ten unknown facts about #BMW’ শিরোনামের পোস্ট অনেকেরই চোখে পড়ার কথা। এই পোস্টগুলোতে আচমকা ফিড ভরে গেছে। বিএমডব্লিউর সঙ্গে

আনলিমিটেড ডাটার মেয়াদ সহ টেলিটকে জেন-জি প্যাকেজ চালু

টেলিটক ছাত্র-জনতার অভ্যুত্থানে আলোচিত শব্দ ‘জেনারেশন জেড’ বা জেন-জিকে অনুসরণ করে তরুণদের জন্য নিয়ে এলো ‘জেন-জি’ প্যাকেজ। সচিবালয়ের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সভাকক্ষে মঙ্গলবার (২৪

Scroll to Top