দয়া করে সবাই এক হয়ে দেশটাকে ঠিক ভাবে পরিচালনা করার জন্য কাজ করি। অনেকেই এই সুযোগ কাজে লাগিয়ে নতুন করে ভক্ষক হওয়ার চেষ্টা করবে। এই সুযোগটা আমরা না দেই। কিছু কথা সবাই মেনে চলার চেষ্টা করি।
১. অন্যের সম্পদ বা সরকারি সম্পদ নষ্ট না করি।
২. এরকম অবস্থায় যেসব জায়গায় হামলা ও লুটপাটের সম্ভাবনা আছে ওগুলোকে নিরাপত্তা দেওয়ার চেষ্টা করি। বিশেষ করে ধর্মীয় উপাসনালয়ে যাতে কোনোভাবেই ক্ষয়ক্ষতি না হয়।
৩. সকল ধর্ম বর্ণ এবং বিশ্বাসের সহ অবস্থান নিশ্চিত করি। দেশটা আমাদের সবার। মনে রাখতে হবে এই আন্দোলন হয়েছে শুধুমাত্র কোন এক গোষ্ঠী এই দেশটাকে নিজেদের বাবার সম্পত্তি মনে করায়।
৪. ভিন্নমতকে শ্রদ্ধা করি। এতগুলো বছর আমাদের মত প্রকাশের স্বাধীনতা ছিল না। সে স্বাধীনতা লাভ করার পরে অন্য মতের যারা আছে তারা যাতে তাদের বক্তব্য স্বাধীন ভাবে প্রকাশ করার সুযোগ পায়।
নতুন করে স্বাধীন বাংলাদেশের সূর্য উঠেছে। এখন আমাদের সবার দায়িত্ব দেশটাকে সুন্দর দিকে এগিয়ে নেওয়া। অনেক ঝড় ঝাপটা এবং বাধা-বিপত্তি পার হতে হবে আমাদের। কিন্তু আমরা পারব কারণ আমাদের আছে তরুণ একটা প্রজন্ম। তারা দেখিয়ে দিয়েছে হার না মানা সাহস এবং শক্তি। বুকের রক্ত দিয়ে তারা দিয়েছে কথা বলার স্বাধীনতা।
এই স্বাধীনতা যাতে বৃথা না যায়, কোনভাবেই এর মর্যাদা যাতে ক্ষুন্ন না হয় এবং কোন পরাশক্তির কাছে যাতে আমরা নত না হই !
হাসান মাহামুদ সুমন
সম্পাদক ও প্রকাশক, দৈনিক আমার বাংলাদেশ