সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশত্যাগে বাধ্য করেছেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত সব বিচারপতিকে বাদ দিয়ে রোববার সুপ্রিম কোর্ট খুলে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, বিচার বিভাগ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার। সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহাকে দেশত্যাগে বাধ্য করেছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এ অপরাধে তাকে গ্রেফতার করতে হবে।
প্রধান বিচারপতিসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিতর্কিত-দলবাজ বিচারপতিদের দ্রুত পদত্যাগের দাবি জানিয়ে সুপ্রিম কোর্ট বারের সভাপতি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগ দাবি করেছেন, আমরা এই দাবির সঙ্গে একমত। আজকের মধ্যে তাদের পদত্যাগ করতে হবে।
এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিকাশ কুমার সাহা জামিন বাণিজ্য করেছেন, তার সম্পদের হিসাব নেওয়া হোক।
এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, আমরা একজন সৎ, সাহসী ও যোগ্য মানুষকে অ্যাটর্নি জেনারেল হিসেবে দেখতে চাই। যিনি সরকারের অ্যাটর্নি জেনারেল হিসেবে নয়, রাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করবেন।